২০০০ টাকা 'ঘুষ' চাওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে, পুলিশি হেনস্থার শিকার উস্তাদ রশিদ খান!
গাড়ি আটকে ঘুষ চাওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। কলকাতায় পুলিশি হেনস্থার শিকার হতে হল বিখ্যাত গায়ক উস্তাদ রশিদ খানকে। এমনই অভিযোগ সঙ্গীত শিল্পীর পরিবারের । তাঁদের দাবি, চালকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে গাড়ি তুলে নিয়ে যাওয়া হয় থানায়।
গাড়ি আটকে ঘুষ চাওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। কলকাতায় পুলিশি হেনস্থার শিকার হতে হল বিখ্যাত গায়ক উস্তাদ রশিদ খানকে। এমনই অভিযোগ সঙ্গীত শিল্পীর পরিবারের । তাঁদের দাবি, চালকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে গাড়ি তুলে নিয়ে যাওয়া হয়েছিল কলকাতার প্রগতি ময়দান থানায়। চালক গ্রেফতার হওয়ার পর সেখানে প্রথমে যান রশিদ খানের স্ত্রী ও কন্যা। পরে গাড়ির মালিক হিসেবে নাম থাকায় রশিদ খানকেও ডেকে পাঠানো হয় বলে অভিযোগ তাঁর স্ত্রী জয়িতা দত্ত খানের। শিল্পীর স্ত্রী জানান, মঙ্গলবার রাতে গানের অনুষ্ঠান সেরে বাড়ি ফেরেন রশিদ খান। এরপর তাঁর এক সহ শিল্পীকে বিমানবন্দরে পৌঁছে দিতে যাচ্ছিল গাড়িটি। গাড়িতে ছিলেন রশিদ খানের এক ম্যানেজার। অভিযোগ, বেলেঘাটা ক্রসিং-এর কাছে গাড়ি দাঁড় করিয়ে নাকা চেকিং হয়। সেই সময় ওই ম্যানেজারের কাছে ২০০০ টাকা 'ঘুষ' চাওয়া হয়। তিনি না দিতে পারলে, তাঁকে 'কেস' দেওয়ার কথা বলা হয় বলে অভিযোগ। এরপর চালককে ডেকে চেক করে বলা হয় তিনি মদ্যপ। চালককে গ্রেফতার করে গাড়ি থানায় নিয়ে যাওয়া হয়।