- Home
- West Bengal
- Kolkata
- আরজি করের তরুণী চিকিৎসক খুনের মোটিভ কী? ছবিতে দেখুন এখনও উত্তর নেই যে ৫টি প্রশ্নের
আরজি করের তরুণী চিকিৎসক খুনের মোটিভ কী? ছবিতে দেখুন এখনও উত্তর নেই যে ৫টি প্রশ্নের
শিয়ালদহ আদালতের অতিরিক্ত জেলা দায়রা বিচারক অনির্বাণ দাস আরজি কর মেডিক্যাল কলেজের তরুণী চিকিৎসক খুন ও ধর্ষণ মামলায় রায়দান করলেন। কিন্তু এখনও যে প্রশ্নগুলির উত্তর নেই তদন্তকারীদের কাছে সেগুলি দেখে নিন।
- FB
- TW
- Linkdin
)
আরজি কর হত্যাকাণ্ডের রায় দান
আরজি কর হত্যাকাণ্ডের রায়দান । রায় ঘোষণা করেন শিয়ালদা কোর্টের অতিরিক্ত জেলা দায়রা বিচারক অনির্বাণ দাস। ঘটনার ৫ মাস ৯ দিন পরেই রায়দান ।
আরজি কর হত্যাকাণ্ড
গত ৯ আগস্ট আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের সেমিনার রুমে উদ্ধার হয়েছিল তরুণী চিকিৎসকের নিথর। খুন করে ধর্ষণ করা হয়েছিল বলে দাবি।
ঘটনার তদন্ত
প্রথমে আরজি কর হত্যাকাণ্ডের তদন্ত করেছিল কলকাতা পুলিশ। পরে কোর্টের নির্দেশে তদন্তের ভার যায় সিবিআই-এর হাতে।
তদন্ত নিয়ে অসন্তোষ
আরজি কর হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে প্রথম থেকেই উদ্বেগ প্রকাশ করেছেন নিহত নির্যাতিতার পরিবার। কলকাতা পুলিশের পাশাপাশি সিবিআই তদন্ত নিয়েও উষ্মা প্রকাশ করেছেন। তাদের কথায় সঠিক তদন্ত হয়নি।
আরজি কর হত্যাকাণ্ড এখনও রহস্য
আরজি কর হত্যাকাণ্ডের রায় ঘোষণা হলেও এখনও রহস্যই থেকে গেছে আরজি কর হত্যাকাণ্ড। একাধিক প্রশ্নের উত্তর নিয়ে তদন্তকারীদের কাছে।
প্রথম প্রশ্ন
আরজি করের তরুণী চিকিৎসক খুন ও ধর্ষণের মোটিভ কী? কেন এক তরুণী চিকিৎসকরে খুন করা হল। খুনের মোটিভ নিয়ে এখনও গোলোকধাঁকায় পাক খাচ্ছে সিবিআই।
দ্বিতীয় প্রশ্ন
সঞ্জয় একাই ঘটিয়েছিল গোটা ঘটনা? যদি এই প্রশ্নের উত্তর হ্যাঁ হয় তাহলে প্রশ্ন ওঠে কেন? এতদিন তাঁকে জিজ্ঞাসাবাদ করা সত্ত্বেও খুন আর ধর্ষণের মোটিভ কেন জানতে পারেনি তদন্তকারীরা।
তৃতীয় প্রশ্ন
১৪ আগস্ট আরজি কর হাসপাতালে কারা কেন ভাঙচুর চালিয়েছিল? তাদের উদ্দেশ্য কী ছিল? তথ্য প্রমান লোপাট কী ছিল তাদের উদ্দেশ্য?
চতুর্থ প্রশ্ন
আরজি কর হত্যাকাণ্ডের প্রথম তদন্ত করেছিল টলা থানার পুলিশ। কিন্তু ক্রাইম সিনের নিরাপদ রাখার দায়িত্বে কেন গাফিলতি করা হয়েছিল? কারণ একটি ভিডিও ভাইরাল হয়েছিল সেখানে ক্রাইম সিনে প্রচুর মানুষের ভিড় ছিল। পাশাপাশই আরজি কর হত্যাকাণ্ডের পরেই হাসপাতালে ভাঙচুর করা হয়েছিল। সেটিরও কী উদ্দেশ্য ছিল তথ্য প্রমাণ লোপাট করা? যদি এই প্রশ্নের উত্তর হ্যাঁ হয়ে থাকে তাহলে অভিযুক্তদের চিহ্নিত করা হল না কেন?
পঞ্চম প্রশ্ন
কেন্দ্রীয় সরকারের রিপোর্টে বলা হয়েছে ক্রাইম সিন সেমিনার হল নয়। প্রশ্ন তাহলে কোথায় আরজি করের নির্যতিতাকে খুন আর ধর্ষণ করা হয়েছে? কেন আর কারা ক্রাইম সিন পরিবর্তন করেছে ? সঞ্জয়ের পক্ষ এত নিখুঁতভাবে কী ক্রাইম সিন পরিবর্তন করা সম্ভব? যদি না হয় তাহলে সঞ্জয়ের সঙ্গে কারা কারা ছিল? উত্তর নেই এই প্রশ্নগুলির।