- Home
- West Bengal
- Kolkata
- রাতভর তুমুল বৃষ্টিতে জলমগ্ন কলকাতার বিস্তীর্ণ এলাকা, ভাসছে সল্টলেক, ব্যাহত ট্রেন চলাচল
রাতভর তুমুল বৃষ্টিতে জলমগ্ন কলকাতার বিস্তীর্ণ এলাকা, ভাসছে সল্টলেক, ব্যাহত ট্রেন চলাচল
রাতভর প্রবল বৃষ্টিতে কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। রেললাইনে জল জমার কারণে ট্রেন চলাচল ব্যহত হওয়ার পাশাপাশি বিভিন্ন এলাকায় পুজোর প্রস্তুতিও মুখ থুবড়ে পড়েছে।

রাতভর তুমুল বৃষ্টিতে কলকাতা, সল্টলেক এবং লাগোয়া এলাকা বানভাসি চেহারা নিয়েছ। কলকাতা ও শহরতলির নীচু এলাকা প্লাবিত হয়েছে। রেললাইনে জল জমে ট্রেন চলাচল হয়েছে ব্যহত। তেমনই বিভিন্ন এলাকায় পুজোর প্রস্তুতি এখন প্রশ্নের মুখে। কোথাও ভেঙে পড়েছে নির্মীয়মাণ স্টল। কোথাও ভেসে গিয়েছে বিবিধ সরঞ্জাম। কোথাও ভাঙে গিয়েছে স্টল।
রাতভর বৃষ্টিতে জলমগ্ন বিস্তীর্ণ এলাকা। জল জমেছে কসবা, ভিআইপি বাজার, কাঁকুরগাছি, নিউটাউন সহ বিভিন্ন এলাকা। শুধু কলকাতা নয়, একই অবস্থা সল্টলেক এবং কলকাতার আশে পাশের এলাকায়। টানা বৃষ্টির জেরে জল জমেছে রেললাইনে। এর ফলে ব্যহত শিয়ালদহ দক্ষিণ শাখার ট্রেন চলাচল।
এই পরিস্থিতিতে একাধিক স্কুল তাদের পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাদের তরফে জানানো হয়েছে, টানা বৃষ্টির জেলে বিভিন্ন একালা জলমগ্ন। সে কারণে এই সিদ্ধান্ত। চিন্তায় পুজো কমিটির আয়োজকরা। বিভিন্ন এলাকায় এখন পুজোর শেষ মুহূর্তের প্রস্তুতির কাজ চলছে। এক টানা বৃষ্টির কারণে মুখ থুবড়ে পড়েছে সেই কাজ। কোথাও নির্মীয়মাণ স্টল ভেঙে পড়েছে, কোথাও ভেসে গিয়েছে পুজো মণ্ডপের বিবিধ সরঞ্জাম।
গত ২৪ ঘন্টায় মানিকতলা এলাকায় ১৬৯ মিলিমিটার, তপসিয়ায় ২৭৫ মিলিমিটার, তপসিয়ায় ২৫৭ মিলিমিটার, উল্টোডাঙায় ২০৭ মিলিমিটার, চিংড়িঘাটায় ২৩৭ মিলিমিটার, বালিগঞ্জ ২৬৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এর পাশাপাশি কালিঘাটে ২৮০.২ মিলিমিটার, যোধপুর পার্কে ২৮৫ মিলিমিটার, কদমহরি এলাকায় ৩৩২ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
গত দু দিন ধরে বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল হাওয়া অফিস। কিন্তু, তা যে এই অবস্থায় পৌঁছাবে তা বোঝা যায়নি। সোমবার রাত থেকেই বৃষ্টি শুরু হয়েছিল। মধ্যরাতে তীব্রতা বাড়ে। টানা প্রায় পাঁচ ঘন্টা ধরে নাগাড়ে বৃষ্টি হয়। এতে ডুবে গিয়েছে বিভিন্ন এলাকা।

