Mamata Banerjee on GST: জিএসটি ইস্যুতে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকে ফের একহাত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কী বলেছেন তিনি? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…
Mamata Banerjee on GST: উৎসবের ঢাকে পড়ে গিয়েছে কাঠি। শুরু উৎসবের মরশুম। মহালয়ার দিনই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে, এই বছর দুর্গাপুজোয় তিনি মোট ৩ হাজার পুজোর উদ্বোধন। শহর থেকে জেলায়-জেলায় পুজোর উদ্বোধনের কথা জানিয়েছেন রাজ্যের সর্বোচ্চ নেত্রী। যদিও জেলার পুজোগুলি তিনি অনলাইনেই উদ্বোধন করবেন বলে জানিয়েছেন। এদিকে রবিবারের পর সোমবারও পুজোর উদ্বোধনে গিয়ে জিএসটি ইস্যুতে কেন্দ্রকে একহাত নিয়েছেন তিনি।
কী বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়?
নয়া জিএসটির নিয়ম নিয়ে কেন্দ্রকে তোপ দেগে তৃণমূল সুপ্রিমো বলেন যে, ''ঘুরপথে হলেও আমাদের দেখানো পথেই শেষ পর্যন্ত হাঁটল কেন্দ্র সরকার। জিএসটি-র এই কৃতিত্ব রাজ্যেরই। কেন্দ্রের এতে কোনও অবদান নেই।'' সোমবার দুপুরে খিদিরপুর ২৫ পল্লীর দুর্গাপুজোর উদ্বোধর করেন তিনি। সেই মঞ্চ থেকেই ফের একবার জিএসটি নিয়ে কেন্দ্র যেভাবে কৃতিত্ব নিচ্ছে তা নিয়ে তীব্র আক্রমণ শানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি আরও বলেন, ''চিঠি লিখে প্রথম আমি দাবি করেছিলাম বিমা থেকে জিএসটি তুলে নেওয়া উচিৎ। জিরেতে জিএসটি ছিল, হিরেতে নয়। এজন্য কেন্দ্রীয় সরকারের এক পয়সাও খরচ হয়নি। সব টাকা গিয়েছে রাজ্য সরকারের কোষাগার থেকে। নয়া এই জিএসটি-র জন্য মোট ২০ হাজার কোটি টাকা রাজস্বের ক্ষতি হবে। তবুও রাজ্যকে কোনও ক্ষতিপূরণ দিচ্ছে না কেন্দ্র সরকার।''
সোমবার থেকেই কেন্দ্রের লাগু করা নিয়মে চালু হচ্ছে জিএসটি। এতে যেমন উৎসবের মরশুমে সস্তা হচ্ছে বেশকিছু পণ্য তেমনই আবার জিএসটি বাড়ছে তামাক-বিড়ি, সিগারেট জাতীয় পণ্যের উপর। রবিবার মহালয়ার দিন সারা দেশজুড়ে নয়া জিএসটি কার্যকর করার কথা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেইমতো জিএসটি লাগু হয়েছে- ফাস্ট-মুভিং কনজিউমার গুডস (এফএমসিজি) এবং দুগ্ধ খাতে, আমুল এবং মাদার ডেয়ারির মতো বড় ব্র্যান্ডগুলি জিএসটি হ্রাসের সম্পূর্ণ সুবিধা প্রতিফলিত করে যথেষ্ট পরিমাণে দাম কমানোর ঘোষণা দিয়েছে।
দুধ, মাখন, ঘি, পনির, চিজ, আইসক্রিম, স্ন্যাকস এবং হিমায়িত খাবারের মতো আইটেমগুলিকে ৫ শতাংশ স্ল্যাবের আওতায় আনা হয়েছে, যার কারণে ১০০ গ্রাম আমুল মাখনের দাম এখন ৬২ টাকার পরিবর্তে ৫৮ টাকা হবে, এবং আল্ট্রা হাই টেম্পারেচার দুধ (ইউএইচটি) প্রতি লিটারে ৭৭ টাকা থেকে কমে ৭৫ টাকা হয়েছে। মাদার ডেয়ারি মিল্কশেক, পনির, ঘি এবং হিমায়িত পণ্যের দামও কমিয়েছে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


