সংক্ষিপ্ত
প্রবল তাপপ্রবাহের জেরে অসুস্থ হয়ে পড়ছেন মানুষজন। হিট স্ট্রোকের সম্ভাবনা এড়াতে প্রয়োজন ছাড়া বেলা ১১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত বাড়ির বাইরে না বেরনোর পরামর্শ দিচ্ছে আবহাওয়া দফতর।
রাজ্য জুড়ে চলছে তাপপ্রবাহ। প্রত্যেকদিনই চড়ছে তাপমাত্রার পারদ। বৈশাখের শুরুর আগে থেকেই ৪০ ডিগ্রির কাছাকাছি ছিল তাপমাত্রার পারদ।। বৈশাখের শুরুর থেকেই আরও বাড়ছে তাপমাত্রা। পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ছে ভ্যাপসা ভাবও। ভোরের দিকেও চূড়ান্ত অস্বস্তি অনুভূত হচ্ছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আরও বাড়ছে তাপমাত্রা। পাশাপাশি বাড়ছে রোদের তীব্রতাও। বইছে লু। সোমবারই রাজ্যের একাধিক জেলায় ৪৩ ডিগ্রি ছাড়িয়েছিল তাপমাত্রা। আগামী বৃহস্পতিবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় চলবে তাপপ্রবাহ। সপ্তাহের শেষের দিকে তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস। তবে চলতি সপ্তাহেও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। প্রবল তাপপ্রবাহের জেরে অসুস্থ হয়ে পড়ছেন মানুষজন। হিট স্ট্রোকের সম্ভাবনা এড়াতে প্রয়োজন ছাড়া বেলা ১১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত বাড়ির বাইরে না বেরনোর পরামর্শ দিচ্ছে আবহাওয়া দফতর।
এপ্রিলের তৃতীয় সপ্তাহেও দেখা নেই কালবৈশাখীর। তীব্র গরমে নাজেহাল অবস্থা রাজ্যবাসীর। এদিকে ক্রমশ চড়ছে শহরের তাপমাত্রা। ১৮ এপ্রিল, মঙ্গলবারও শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। সর্বনিম্ন তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস। রাজ্যজুড়ে জারি তাপপ্রবাহের সতর্কতা। পাল্লা দিয়ে কড়া রোদের তাপও। দিনের বেলা বাড়ি থেকে বেরনো দায় হয়ে দাঁড়িয়েছে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমান ৮৬ শতাংশ।
হাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে। গাঙ্গেয় বঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আপাতত চলতি সপ্তাহের শেষ পর্যন্ত বৃষ্টি হওয়ার কোনও সম্ভাবনা নেই। তাপমাত্রা বৃদ্ধির ক্ষেত্রে হাওয়া অফিসের রিপোর্টে দেখা যাচ্ছে, আগামী দিন পাঁচেক ধরে দক্ষিণ বঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার খুব-একটা বড়সড় বদল ঘটবে না।
উত্তরবঙ্গের ক্ষেত্রে, দার্জিলিং জেলার সর্বোচ্চ তাপমাত্রা ২৪ ডিগ্রি পেরিয়ে গিয়ে এখন প্রায় ২৫ ডিগ্রি পেরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রত্যেক দিনই প্রায় ১-২ ডিগ্রি করে বৃদ্ধি পাচ্ছে দার্জিলিঙের তাপমাত্রা। জলপাইগুড়ি, কালিম্পং সহ সমস্ত জেলাতেই চড়তে শুরু করেছে পারদ। বাগডোগরায় সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে যাচ্ছে প্রায় ৩৭ ডিগ্রির কাছাকাছি। সোমবার উত্তরবঙ্গের আকাশ একেবারেই শুকনো থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। পার্বত্য বঙ্গেও আগামী দিন পাঁচেক ধরে তাপমাত্রার খুব-একটা বড়সড় বদল ঘটবে না বলে জানানো হয়েছে। প্রথমে দার্জিলিং জেলায় ১৭ তারিখ হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা গেলেও সেই মেঘ কেটে গিয়েছে, ফলে আজও বৃষ্টি হওয়ার কোনও সম্ভাবনা নেই। উত্তরে আবহাওয়া শুষ্কই থাকবে।
আরও পড়ুন -
প্রত্যেক দিনই ক্রমশ বৃদ্ধি পাচ্ছে বাংলার তাপমাত্রা, চূড়ান্ত গরম থেকে মুক্তি মিলবে কবে?
ডিসেম্বরেই শেষ হবে বউবাজার মেট্রোর কাজ, জানুন কবে ছুটবে গঙ্গার তলা দিয়ে ইস্ট-ওয়েস্ট মেট্রো
৪ দিন পরেও কি পরিবর্তন হবে কলকাতার আবহাওয়া? বৃষ্টির আশায় চাতকের দশা শহরবাসীর