সংক্ষিপ্ত

চলতি সপ্তাহে আবহাওয়ায় বিশেষ বদলের সম্ভাবনা নেই। তবে সামান্য চড়তে পারে তাপমাত্রার পারদ।

লক্ষ্মীবারেও আংশিক মেঘলা শহরের আকাশ। গত কয়েকদিন ধরে বৃষ্টির দেখা না থাকলেও মেঘলা আকাশ দেখেছে শহরবাসী। যদিও আজও বৃষ্টি হওয়ার কোনও সম্ভাবনাই নেই। এদিন ভোর থেকেই ভ্যাপসা গরম। পাশাপাশি রয়েছে আর্দ্রতা জনিত অস্বস্তিও। নিম্নচপের প্রভাব কাটতেই আফিয়ে বেড়েছে তাপমাত্রা। চলতি সপ্তাহে আবহাওয়ায় বিশেষ বদলের সম্ভাবনা নেই। তবে সামান্য চড়তে পারে তাপমাত্রার পারদ। তবে, বিক্ষিপ্তভাবে আকাশ মেঘলা হওয়ার সম্ভাবনা রয়েছে গোটা দক্ষিণবঙ্গ জুড়েই। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকতে পারে ৮৫ শতাংশের কাছাকাছি। উত্তরবঙ্গের অধিকাংশ জেলাতেই সোমবার আবহাওয়া থাকবে শুষ্ক। তবে বিক্ষিপ্তভাবে মেঘ জমে বৃষ্টি হতে পারে।

অক্টোবর মাসের প্রথম সপ্তাহতেও কমছে না গরমের দাপট। বৃষ্টি থামতেই চড়েছে তাপমাত্রা। পুজোর আগে শহরের তাপমাত্রার পারদ ৩৫ ডিগ্রি সিলসিয়াস ছুঁল। বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমান ৮২ শতাংশ।

টানা বৃষ্টির পর এবার আবারও পারদ চড়ছে শহরের তাপমাত্রার। তবে পুজোর মুখে আবারও বৃষ্টির সম্ভাবনা শহরে। তবে শুধু বাংলা নয় উৎসবের মরশুমে ভারী বৃষ্টির সম্ভাবনা দেশজুড়ে। মৌসম ভবন জানাচ্ছে আগামী ১২ অক্টোবর পর্যন্ত দেশের বিভিন্ন রাজ্যে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা আছে। উত্তর-পূর্ব, পূর্ব, দক্ষিণ এবং উত্তর-পশ্চিম- সহ ভারতের বেশ কিছু এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আগামী ১০ অক্টোবর থেকে বৃষ্টি হতে পারে দিল্লিতেও। যদিও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই রাজধানীতে। আবহাওয়া দফতর জানিয়েছে ১১ অক্টোবর পর্যন্ত তামিলনাড়ুতে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া ১০ ও ১২ অক্টোবর বৃষ্টির সম্ভাবনা কর্ণাটক ও কেরলে।