সংক্ষিপ্ত
পাকিস্তানের দিকে পশ্চিমী ঝঞ্ঝা অবস্থান করছে। অন্যদিকে রাজস্থান লাগোয়া এলাকাতে একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে। তাই জানুয়ারির শেষেই রাজ্য থেকে বিদায় নেবে শীত।
জানুয়ারিতেই শীতের বিদায়। সংক্রান্তির পর এবার সরস্বতী পুজোও গরমেই কাটবে। সোম্বার থেকেই ফের বাড়বে তাপমাত্রার পারদ। রবিবার সকালেই হালকা গরমে ঘুম ভাঙল শহরবাসীর। আবহাওয়া দফতর সূত্রে জানানো হচ্ছে তিনটি সিস্টেম থাকার জন্য উত্তর পশ্চিম থেকে ঠান্ডা হাওয়া রাজ্যে প্রবেশের ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হচ্ছে। যার ফলে আগামী পাঁচ দিনে দিনের ও রাতের তাপমাত্রা বৃদ্ধি পাবে। ফলে সরস্বতী পুজোও গরমেই কাটবে শহরবাসীর। পাকিস্তানের দিকে পশ্চিমী ঝঞ্ঝা অবস্থান করছে। অন্যদিকে রাজস্থান লাগোয়া এলাকাতে একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে। তাই জানুয়ারির শেষেই রাজ্য থেকে বিদায় নেবে শীত।
সোমবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা থেকে পৌঁছবে ১৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। রবিবার শহরের তাপমাত্রা ছিল ১৬.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে দু'ডিগ্রি বেশি। শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে ৪৪ থেকে ৯৪ শতাংশের মধ্যে। পাশাপাশি বাড়ছে জেলার তাপমাত্রাও। দার্জিলিং-এ আজ তাপমাত্রা ২.৮ ডিগ্রি সেলসিয়াস। বাঁকুড়ার তাপমাত্রা ১২.৪ ডিগ্রি সেলসিয়াস। কোচবিহারে ৭.৪ ডিগ্রি সেলসিয়াস৭.৪ ডিগ্রি সেলসিয়াস।
আরও পড়ুন -
রাজ্যের এই জেলাগুলিতে বুধবার থেকে বৃষ্টির সম্ভাবনা, বাড়তে চলেছে শীতের দাপট?
রাজনীতি থেকে নাগরিক জীবন, সারা সপ্তাহ জুড়ে ফোকাসে কোন কোন খবর? দেখে নিন টপ টেন
'পড়াশোনার সঙ্গে লড়াই চালিয়ে যেতে হবে', কলকাতায় এসে বার্তা চে-কন্যা অ্যালাইদা গেভারার