সংক্ষিপ্ত
রাজভবনে রাজ্য বনাম রাজ্যপাল সংঘাতের ইতি। কিন্তু, একই সপ্তাহে আবার বিরোধী দলের অবস্থান বিক্ষোভে ধুন্ধুমার কলকাতায়। শহরের সাপ্তাহিক সেরা দশ কোন কোন খবর?
কলকাতা হাইকোর্টে বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে অবরোধ এবং বয়কটের ঘটনা নিয়ে সোমবার তদন্তে এলে ‘বার কাউন্সিল অফ ইন্ডিয়া’-র প্রতিনিধি দল। এই দলে ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী রবীন্দ্রকুমার রাইজদা, এলাহাবাদ হাই কোর্টের আইনজীবী অশোক মেহতা এবং দিল্লি হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের কর্মসমিতির সদস্যা বন্দনা কৌর গ্রোভার।
রাজভবনে উপাচার্যদের সঙ্গে বৈঠকে রাজ্য বনাম রাজ্যপাল সংঘাতে ইতি। রাজ্যপাল সি ভি আনন্দ বোসকেই 'আচার্য' সম্বোধন। 'বিরোধ নয় সম্বন্বয়। রাজ্য-রাজভবন-বিকাশভবন একসুর,' রাজ্যপালের পাশে দাঁড়িয়ে বললেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর টেস্ট পেপারে কাশ্মীর-কে ‘আজাদ কাশ্মীর’ লেখা নিয়ে তোলপাড় হল বঙ্গ রাজনীতি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ‘পাকিস্তানি মনোভাব পোষণ করেন’ বলে কটাক্ষ বিরোধী দলের। তড়িঘড়ি পর্ষদকে কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর।
শহর জুড়ে পার্কিং ফি-এর জালিয়াতি কমাতে অনলাইনে ফি মেটানোর জন্য ১৩৫টি যন্ত্র চালু করল কলকাতা পুরসভা। বুধবার ৫০০টি জায়গার জন্য এই যন্ত্রের উদ্বোধন করেন কলকাতা মেয়র ফিরহাদ হাকিম।
বুধবার কলকাতা হাই কোর্টে নিজের এজলাসে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যর সঙ্গে কথোপকথনে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রশ্ন রাখেন, পশ্চিমবঙ্গে বিশাল নিয়োগ দুর্নীতি প্রসঙ্গে মহান, স্বীকৃত শিক্ষাবিদদের পর্যবেক্ষণ কী? ‘মহান, স্বীকৃত শিক্ষাবিদ’ বলতে যে অমর্ত্য সেন এবং অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়েকে বুঝিয়েছেন, সেকথাও স্পষ্ট করে দেন বিচারপতি।
২৬ জানুয়ারি সরস্বতী পুজোর দিন রাজভবনের ‘ইস্ট লন’-এ নয়া রাজ্যপাল সি ভি আনন্দ বোসের বাংলায় হাতেখড়ি হওয়ার কথা ঘোষিত হল বুধবার। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।
২৪ ঘণ্টা ধরে চিনার পার্কের ফ্ল্যাটে ইডি-র তল্লাশির পর গ্রেফতার হুগলীর যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ। নিয়োগ দুর্নীতিতে তাঁর বিরুদ্ধে প্রায় ৩০ কোটি টাকা তছরুপের অভিযোগ তুলেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এলেন চে গেভারার কন্যা ডা. অ্যালেইদা গেভারা ও তাঁর মেয়ে অর্থনীতিবিদ এস্তেফানিয়া গেভারা। বার্তা দিলেন, 'কমরেড আপনারা এগিয়ে যান। আরও পড়ুন, লড়ুন। এটাই চে গেভেরার আদর্শ।'
প্রাথমিক শিক্ষক পদে উত্তর প্রদেশ, বিহার, ঝাড়খন্ডের বহিরাগতদের বাংলায় ঢোকাতে চাইছে রাজ্য সরকার । তা আটকাতে CTET-এর বিরুদ্ধে পথে নামল বাংলা পক্ষ। শনিবার কলকাতার রানুচ্ছায়া মঞ্চে বাংলা পক্ষর প্রতিবাদ সভায় যোগ দিয়েছিলেন টেট পাশ করা মেধাবী বাঙালি ছাত্রছাত্রীরা।
আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকীর ওপর হামলার অভিযোগে ভাঙড়ে তৃণমূল বনাম আইএসএফ সংঘর্ষের রেশ পড়ল কলকাতার ধর্মতলায়। নওশাদ সিদ্দিকী সহ বহু আইএসএফ সমর্থককে গ্রেফতার করে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করল পুলিশ।
আরও পড়ুন-
আইএসএফ-এর শতাধিক কর্মীকে আটক, ধর্মতলার খণ্ডযুদ্ধে খুনের চেষ্টার মামলা দায়ের
‘নেতাজি’, ১২৬ তম জন্মবার্ষিকীর আগে ফিরে দেখা তাঁর জীবন, ‘অন্তর্ধান’-এ আজও জিজ্ঞাসাচিহ্ন
বিজেপি ছেড়ে এবার তৃণমূলেই হিরণ? ‘কেউ চাইছেন তাড়াতাড়ি যোগ দিতে’, ইঙ্গিত কুণাল ঘোষের