- Home
- West Bengal
- Kolkata
- Weather update: মঙ্গলের খামখেয়ালির পর বুধবারেও কি ভিজবে শহর, জানুন বঙ্গে আবহাওয়ার আপডেট
Weather update: মঙ্গলের খামখেয়ালির পর বুধবারেও কি ভিজবে শহর, জানুন বঙ্গে আবহাওয়ার আপডেট
মঙ্গলবার আবহাওয়ায় সামান্য বদলের ইঙ্গিত দিল আবহাওয়া দফতর। বৃষ্টির পরিমান আজ অন্যান্য দিনের তুলনায় অনেকটাই কম থাকবে বলে জানাচ্ছে হাওয়া অফিস।
16

Image Credit : social media
বুধের সকালে সকাল থেকেই পরিষ্কাত আকাশ। খুব ভারী বৃষ্টির সম্ভাবনা নেই কলকাতায়।
26
Image Credit : Getty
যদিও আবহাওয়ার এই বদল খুবই সাময়িক বলেই জানাচ্ছে আলুপুর। কাল থেকেই আবারও বাড়বে বৃষ্টি।
36
Image Credit : our own
আগামী সপ্তাহজুড়ে বৃষ্টি চলবে বলে আবহাওয়া দফতর সূত্রে খবর।
46
Image Credit : Asianet News
তবে টানা বৃষ্টির জেরে প্রভাবিত হবে না তাপমাত্রা। ভোরেরর দিকে শহরে সিসসিসে আবহাওয়া হলেও তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা নেই।
56
Image Credit : @SocialMediaViral
আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস।
66
Image Credit : twitter
রমের পাশাপাশি বজায় থাকবে আর্দ্রতা জনিত অস্বস্তিও। আজ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমান ৭৬ শতাংশ।
Latest Videos