শুক্রে বৃষ্টি ১৩ জেলায়, বইবে ঝোড়ো হাওয়া, জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া
দক্ষিণবঙ্গের ৯টি জেলায় আজ বৃষ্টির সম্ভাবনা, হাওড়া, কলকাতা সহ ৭ টি জেলা শুষ্ক থাকবে। দার্জিলিং ও কালিম্পঙে তুষারপাতের সম্ভাবনা, উত্তরবঙ্গের বেশিরভাগ জেলা শুষ্ক থাকবে।

গতকাল থেকে শুরু হয়ে মুষলধারে বৃষ্টি। কাল সারাদিনই ছিল স্যাঁতসেঁতে আবহাওয়া। কোথাও হয়েছে মুষলধারে বৃষ্টি তো কোথাও হয়েছে শিলাবৃষ্টি।
আজ শুক্রবারও দক্ষিণবঙ্গের ৯টি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে। তেমনই শুষ্ক থাকবে কয়টি জেলা।
আজ ভিজতে পারে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও নদিয়া।
তবে আজ শুষ্ক থাকবে হাওড়া, কলকাতা, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ।
আজ হলুদ সতর্কতা জারি আছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর। অর্থাৎ এই তিন জেলায় হবে বৃষ্টি।
উত্তরবঙ্গের জেলার মধ্যে আজ জলপাইগুড়ি ও মালদার একটি বা দুটি অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হবে।
দার্জিলিং ও কালিম্পঙের একটি বা দুটি অংশে বৃষ্টিপাত বা তুষারপাত হতে পারে। এই দুই জেলায় কমবে তাপমাত্রার পারদ। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি এবং সর্বোনিম্ন তাপমাত্রা থাকবে ২১ ডিগ্রি সেলসিয়াস।
তবে, পুরোপুরি শুষ্ক থাকবে আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা।
তেমনই শনিবার দক্ষিণবঙ্গের সব জেলার অনেক জায়গায় বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি হতে পারে। হতে পারে শিলাবৃষ্টি।
আগামী কাল এই সকল এলাকায় ঘন্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে বইহে ঝড়। তেমনই ৩০ থেকে ৪০ কিমি বেকে ঝড় বইবে বাকি এলাকায়।