- Home
- West Bengal
- Kolkata
- বাড়ছে না লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা! বাজেটে খারাপ খবর রাজ্যের মহিলাদের জন্য, পরে কি বাড়তে পারে টাকা?
বাড়ছে না লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা! বাজেটে খারাপ খবর রাজ্যের মহিলাদের জন্য, পরে কি বাড়তে পারে টাকা?
খুব খারাপ খবর রাজ্যের মহিলাদের জন্য। এবারের রাজ্য বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে কোনও উল্লেখ করলেন না মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ আপাতত কোনও টাকা বাড়ছে না লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে।

বাজেট বক্তৃতায় লক্ষ্মীর ভান্ডার অর্থের পরিমাণ বৃদ্ধির উল্লেখ নেই।
রাজ্য সরকারের বাজেট বইয়ে ‘লক্ষ্মীর ভান্ডার’-এর উল্লেখ এবং ওই প্রকল্পের জন্য কত মহিলা উপকৃত হয়েছেন তার উল্লেখ থাকলেও ওই প্রকল্পের জন্য বাড়তি অর্থ বরাদ্দ বা মাথা পিছু অর্থ বাড়ানোর কথার কোনও উল্লেখ নেই।
প্রসঙ্গত, এখন লক্ষ্ণীর ভান্ডার প্রকল্পে প্রত্যেক মহিলাকে মাসে এক হাজার টাকা এবং তফসিলি জাতি-উপজাতি ভুক্ত এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির মহিলাদের মাসে ১,২০০ টাকা করে দেওয়া হয়।
তবে ২০২৬ সালের ভোটের আগে ওই পরিমাণ আরও বাড়ানো হবে বলেই প্রশাসনিক মহলের ধারনা।
অনেকের ধারনা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ভোটের ছ’মাস আগে ওই বর্ধিত পরিমাণ ঘোষণা করতে পারেন।
অনেকের আবার বক্তব্য, তার আগেও আলাদা করে লক্ষ্ণীর ভান্ডার প্রকল্পে মাথাপিছু অর্থের পরিমাণ বাড়াতে পারেন মমতা।
অনেকেই ভেবেছিলেন, বাজেটেই ওই মাথাপিছু অর্থের পরিমাণ বাড়ানো হবে। জল্পনা ছিল ডিএ-র পরিমাণ বাড়ানো নিয়েও। তা অবশ্য করা হয়েছে।
রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ-র পরিমাণ ৪ শতাংশ বাড়ানো হয়েছে। তবে তা সত্ত্বেও কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে ওই পরিমাণের ফারাক রয়ে গিয়েছে প্রচুর।
লক্ষ্ণীর ভান্ডার প্রকল্পের উল্লেখ অবশ্য বাজেট পুস্তিকায় রয়েছে। বাজেট বইয়ে উল্লেখ করা হয়েছে, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ২.২১ কোটি মহিলা উপকৃত হয়েছেন।
আগামী বছরে রাজ্যে বিধানসভা ভোট রয়েছে। তার আগে এটিই মমতার তৃতীয় দফার মুখ্যমন্ত্রিত্বের শেষ পূর্ণাঙ্গ বাজেট। আগামী বছর নির্বাচন থাকায় ‘ভোট অন অ্যাকাউন্ট’ পেশ করা হবে।