চাকরি চেয়ে পুলিশের কামড়, তারপর তাকেই জামিন অযোগ্য ধারায় আটক, দিনের শেষে জামিন
চাকরি চেয়ে পুলিশের কামড়, তারপর তাকেই জামিন অযোগ্য ধারায় আটক। চাকরি প্রার্থীর হাতে পুলিশের কামড়, এই দৃশ্য দেখে হতবাক সকলে। রাতে ঘুম হয়নি অনুরিমা পালের স্বামী, মেয়ে এবং মায়ের। প্রহর গুনছেন তারা অনুরিমা কখন বাড়ি ফিরবেন। '
চাকরি চেয়ে পুলিশের কামড়, তারপর তাকেই জামিন অযোগ্য ধারায় আটক। চাকরি প্রার্থীর হাতে পুলিশের কামড়, এই দৃশ্য দেখে হতবাক সকলে। রাতে ঘুম হয়নি অনুরিমা পালের স্বামী, মেয়ে এবং মায়ের। প্রহর গুনছেন তারা অনুরিমা কখন বাড়ি ফিরবেন। 'পুলিশ কেন তার স্ত্রীকে কামড়াল' প্রশ্ন অনুরিমার স্বামীর। অরুনিমাকে নিঃশর্ত মুক্তির দাবী জানাল স্বামী ও মায়ের। বেলঘড়িয়া উমেশ চন্দ্র লেনের বাড়িতে উৎকণ্ঠায় কাটল সারাদিন। তবে দিনের শেষে আসল খুশির খবর, ধোপেই টিকল না পুলিশের সওয়াল, অরুণিমা-সহ ৩০ জনেরই জামিন।