- Home
- West Bengal
- Kolkata
- এখনই বকেয়া ২৫% ডিএ পাবেন না রাজ্য সরকারি কর্মীরা? সুপ্রিম কোর্টে ডিএ মামলায় স্বস্তিতে নবান্ন!
এখনই বকেয়া ২৫% ডিএ পাবেন না রাজ্য সরকারি কর্মীরা? সুপ্রিম কোর্টে ডিএ মামলায় স্বস্তিতে নবান্ন!
সুপ্রিম কোর্ট শেষপর্যন্ত রাজ্যের সরকারি কর্মীদের পাশে দাঁড়িয়ে দ্রুত বকেয়া ২৫% মহার্ঘ ভাতা দিতে নির্দেশ দিয়েছে। সাম্প্রতিক রিজার্ভ ব্যাঙ্কের রিপোর্ট অনুযায়ী, কোষাগারের হাল খারাপ রাজ্য সরকারের। কিন্তু তারপরেও বেশ কিছুটা স্বস্তিতে নবান্ন! কেন?

সুপ্রিম কোর্টের নির্দেশ ২৫% ডিএ দিতে গিয়ে রীতিমত বেকায়দায় রাজ্য সরকার। একাধিক কঠিন চ্যালেঞ্জ মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সামনে।
২০২৪-২৫ অর্থবর্ষে পশ্চিমবঙ্গ সরকারের মোট ঋণের পরিমাণ নাকি রাজ্যের GDP-র প্রায় ৩৮ শতাংশে গিয়ে ঠেকতে পারে!
সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যের সরকারি কর্মী ও অবসরপ্রাপ্তদের বকেয়া মহার্ঘ ভাতার ২৫% দিয়ে দিতে হবে পশ্চিমবঙ্গে সরকারকে।
রাজ্যের সরকারি কর্মী ও অবসরপ্রাপ্তদের ২৫% ডিএ দিতে রাজ্য সরকারের খবর হবে প্রায় ১০ হাজার কোটি টাকা বা তারও বেশি টাকা।
এমনিতেই রাজ্যের (West Bengal) অর্থনীতিতে টালমাটাল অবস্থা। আর তার মধ্যেই সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্য সরকারের কপালে চিন্তার ভাঁজ পড়েছে।
বকেয়া DA নিয়ে সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ যেন আগুনে ঘি ঢালার মতো।
পঞ্চম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী, রাজ্য সরকারি কর্মচারীরা বহুদিন ধরেই তাদের বকেয়া ডিএ পাওয়ার দাবি জানিয়ে আসছিল। আর এবার সুপ্রিম কোর্ট তাতে সবুজ সংকেত দিয়েছে।
এই প্রসঙ্গে সুপ্রিম কোর্টের তরফে নির্দেশ দেওয়া হয় শুনানির দিন অর্থাৎ গত শুক্রবার থেকে পরবর্তী ছ’সপ্তাহের মধ্যে নির্দেশিকা পালন করতে হবে রাজ্য সরকারকে। এবং চার সপ্তাহের মধ্যে এই মামলার সঙ্গে যুক্ত সব পক্ষকে লিখিত বক্তব্য জানাতে বলা হয়েছে।
জানা গিয়েছে আগামী ৪ অগাস্ট শীর্ষ আদালতে ফের এই মামলার শুনানি হওয়ার কথা।
এদিকে শীর্ষ আদালতের রায়ের কপি দেখে কিছুটা স্বস্তি পেয়েছে রাজ্য সরকার। কারণ সুপ্রিম কোর্টের নির্দেশ পালনের জন্য হাতে অতিরিক্ত আরও দু’সপ্তাহ সময় পেয়ে গিয়েছেন তাঁরা।

