- Home
- West Bengal
- West Bengal News
- Holi Live Update 2021- ভোটের মাঝেই রঙের উৎসবে রঙিন বাংলা, ভক্ত থেকে সেলেব, দিনভোর সেলিব্রেশন
Holi Live Update 2021- ভোটের মাঝেই রঙের উৎসবে রঙিন বাংলা, ভক্ত থেকে সেলেব, দিনভোর সেলিব্রেশন

ভোটের মাঝেই রঙের উৎসব, তবে রাজনীতির ময়দানে রঙিন হয়ে ওঠা নয়, কেবলই বসন্তকে স্বাগত জানাতে ও দোল উৎসবে মেতে উঠতেই ঢালাও রঙের মেলায় ভাসবে রবি-সোম। দোল উৎসবে সব আপডেট খবর জেনে নিন সবার আগে।
পশ্চিমবঙ্গবাসীকে বসন্ত উৎসবের শুভেচ্ছা মোদীর
হোলির শুভেচ্ছা জানালেন পরম
সোশ্যাল মিডিয়ায় ভক্তদের শুভেচ্ছা জানালেন পরম, লিখলেন- আমার কাছে দোল কিংবা হোলি, দুটো আলাদা নয়, একটাই উৎসব এবং সেটা দুনিয়ার সবচেয়ে পবিত্র ও সুন্দর অনুভূতি, রঙের উৎসব। এই উৎসব যতটা না অন্যকে সামিল করার, তার চেয়েও অনেকগুণে বেশি নিজেকে উপভোগ করার। রঙের বাহারের ভিড়ে নিজের মনকে হারিয়ে ফেলার।
সকলকে আমার তরফ থেকে রইলো এই সুন্দর রঙিন উৎসবের প্রীতি, শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন।
দোল পূর্নিমায় সকলকে শুভেচ্ছা জানালেন মিমি
দোল পূর্নিমায় সকলকে শুভেচ্ছা জানালেন মিমি, সোশ্যাল মিডিয়ায় ওরে গৃহবাসী গানের সঙঅগে শেয়ার করলেন ভিডিও। লিখলেন, সকলকে জানাই দোলপূর্ণিমার শুভেচ্ছা ...খুশির রঙে রঙিন হয়ে উঠুক সবার জীবন।
দোল উৎসবেও মাতলেন - প্রচারটাও সারলেন রাজনৈতিক নেতা-নেত্রীরা
দোল উৎসবেও মাতলেন - প্রচারটাও সারলেন রাজনৈতিক নেতা-নেত্রীরা

দোল উৎসবে মিলেমিশে গেল রাজনীতির রঙ
বিজেপি প্রার্থী শ্রাবন্তী চট্টোপাধ্যায়-এর সঙ্গে আড়িয়াদহে গঙ্গাবক্ষে দোল উৎসবে মাতলেন তৃণমূল প্রার্থী মদন মিত্র। সঙ্গে দেখা গেল অভিনেত্রী পায়েল সরকার ও তনুশ্রী চক্রবর্তীকেও।
মহিষাদল রাজ বাড়ির আম্রকুঞ্জে ১২ বর্ষে এই বসন্ত উৎসব
আজ দোল উৎসব মাতলো মহিষাদল বিধানসভা কেন্দ্রের মানুষজন। মহিষাদল রাজ বাড়ির আম্রকুঞ্জে ১২ বর্ষে এই বসন্ত উৎসব
আজ দোল উৎসব তথা মহাপ্রভুর ৫৩৬ তম আবির্ভাব তিথি-ভোর থেকেই শুরু হোলি কীর্ত্তন
আজ দোল উৎসব তথা মহাপ্রভুর ৫৩৬ তম আবির্ভাব তিথি-ভোর থেকেই শুরু মঙ্গল আরতি-হোলি কীর্ত্তন
দোলের শুভেচ্ছা জানালেন কোয়েল
ছোটবেলার স্মৃতি শেয়ার করে ভক্তদের রঙের শুভেচ্ছা জানালেন টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিক।
হোলিতে মাস্ক কোনও বাধাই নয়, পুরোনো স্মৃতিতে ঋতাভরী
পুরোনো স্মৃতিতে ভাসলেন ঋতাভরী, ছোটদের সঙ্গে রঙের উৎসবে মেতে কেটেছিল ২০২০, সেই ছবি শেয়ার করলেন অভিনেত্রী।
রঙের উৎসবে ভোট ময়দানে মীর
মীর মানেই রসিক মানুষ। মজার ছলে তাঁর নানা কীর্তি সকলের মন ছুঁয়ে যায়। তবে বসন্ত উৎসবেই কী রাজনীতিতে মীর! উত্তর মিলবে খানিক অপেক্ষার পরই, আপাতত ঘোষণা হল তাঁর পার্টির নাম টুম্পা, দেখা মাত্রই সোশ্যাল পেজে হাসির রোল।