সংক্ষিপ্ত
প্রাক্তন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কোটি কোটি টাকার দুর্নীতি নিয়ে রাজ্য রাজনীতি সরগরম। বিরোধীরা তো বটেই তার নিজের দলের সতীর্থরাও তার বিরুদ্ধে মুখ খুলছেন। বাদ থাকলেন না মদন মিত্রও।
প্রাক্তন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কোটি কোটি টাকার দুর্নীতি নিয়ে রাজ্য রাজনীতি সরগরম। বিরোধীরা তো বটেই তার নিজের দলের সতীর্থরাও তার বিরুদ্ধে মুখ খুলছেন। বাদ থাকলেন না মদন মিত্রও। একই কলেজের সহপাঠী ছিলেন তারা। রাজনীতিও করেছেন প্রায় একই সময় থেকে। ১৯৭২ সাল থেকেই তাদের একে ওপরের সঙ্গে চেনা জানা। সেই বহু বছরের চেনা মানুষ যখন হঠাৎ এরম দুর্নীতির সঙ্গে জড়িত বলে জানা গিয়েছে সেই নিয়ে মদন মিত্রের প্রতিক্রিয়াটি কি? এসএসসি দুর্নীতিতে সতীর্থ বন্ধু পার্থ চট্টোপাধ্যায়- এর নাম জড়ানো নিয়ে মদন মিত্র বলেন, 'পার্থ যেটা করেছেন তার মধ্যে পাপ আছে। এতগুলো লোকের চোখের জল। আমি বিশ্বাস করতেই পারছি না পার্থ চট্টোপাধ্যায় এই কাজ করতে পারেন।'
পার্থর প্রেম জীবন নিয়েও এইদিন মুখ খুলেছেন মদন মিত্র। হাসিমুখেই তিনি বলেছেন, 'এ বিষয়ে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে প্রতিযোগিতায় নামতে পারব না। কারণ, পার্থ যা পারফরম্যান্স দেখিয়েছেন। তার ধারেকাছেও আমি নেই। আমি চুনোপুঁটি।' মদন মিত্র ও ব্যক্তিগত জীবনে রঙিন মানুষ। তার অনেক বান্ধবী আছেন। এবং সোশ্যাল মিডিয়া জুড়েও তার অনেক মহিলা ভক্ত রয়েছে। এমনকি মদন মিত্র নিজেই এদিন বলে ওঠেন, ' আজই আমার দু’টি বান্ধবী হয়েছে। তাঁরা বিদেশ থেকে এসেছেন। আমরা নৈশভোজে যাব। কোনও বান্ধবী ডেকে খাওয়ালে তো অন্যায় কিছু নেই। তবে কোনও বান্ধবীকেই দুর্নীতির টাকা দিতে প্রস্তুত নই। কারণ, আমার কাছে দুর্নীতির কোনও টাকা নেই।' নিজের একাধিক মহিলা সঙ্গের কথা বেশ বুক ফুলিয়েই জাহির করেন কামারহাটির এই বিধায়ক। মদন মিত্র জানিয়েছেন যাকে নিয়ে এত আলোচনা সেই অর্পিতা মুখোপাধ্যায়কেও চিনতেন তিনি। এমনকি তার মাকেও চেনেন মদন মিত্র। তবে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে অর্পিতা মুখোপাধ্যায়ের সম্পর্কের বিষয়ে তিনি কিছু জানতেন না বলেই এদিন দাবি করেছেন। তার কথায়, ' রাতের অন্ধকারে কোথায়, কী হচ্ছে তা জানা সম্ভব নয়। কারণ, আমি তো রাতের অন্ধকারে ঘুরে বেড়াই না।'
আরও পড়ুনঃ
'সময় বলবে', জোকা হাসপাতাল থেকে বারিয়ে তোপ পার্থর, 'আর পারছি না ' বললেন অর্পিতা
পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে কোনও ছবি নেই তো! ইডি জুজুতে ভয়ে কাঁটা তৃণমূল নেতারা
পার্থর পর এবার নতুন ফাঁড়া তৃণমূলে, ED-র নোটিশ দলবদলু পিএসসি-র চেয়ারম্যান কৃষ্ণ কল্যাণীকে
রাজ্যের এস এস সি নিয়োগ ‘দুর্নীতি’ মামলার তদন্তে নেমে অপসারিত মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়কে ইতিমধ্যেই গ্রেফতার করেছে ইডি। পার্থ-অর্পিতার গ্রেফতারের পর থেকেই কোটি কোটি টাকার লেনদেন এবং সম্পত্তি সংক্রান্ত একাধিক অনিয়মের খোঁজ পেয়েছে ইডি। তবে এ বার ইডির হাতে উঠে এল আরও এক চাঞ্চল্যকর তথ্য। ইডি সূত্রে জানা গিয়েছে বারাসাতের এক টেক্সটাইল সংস্থার সাহায্যে টাকা পাচার করা হত। বারাসাতের এই টেক্সটাইল সংস্থার মালিকের সঙ্গে নাকি ভালই দহরম মহরম ছিল পার্থের। সংস্থার একাধিক অনুষ্ঠানেও পার্থ চট্টোপাধ্যায়কে দেখা যেত।