সংক্ষিপ্ত

শুভেন্দু অধিকারী বনাম মদন মিত্রর ট্র্যায় রীতিমত সরগরম রাজ্য-রাজনীতি। মদন মিত্রর চ্যালেঞ্জের জবাব দিতে গিয়ে তাঁকে 'মাতাল' বলে কটাক্ষ করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 'ওঁর বাবার সাথেই শুরু করছিলাম মদ্যপান', এবার শুভেন্দুকে পাল্টা জবাব মদন মিত্রের। 
 

তৃণমূলে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দীর্ঘদিনের সঙ্গী ছিলেন ছিলেন শুভেন্দু অধিকারী এবং তাঁর পরিবার (Suvendu Adhikari & His Family)। চলতি বছরের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের হাত ছেড়ে বিজেপির হাত বেছে নেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সেই তখন থেকেই শুরু হয় তৃণমূলের সঙ্গে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) এবং তাঁর পরিবারের সম্পর্কের টানাপোড়েন। এরপর বিধানসভা ভোট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) হারিয়ে ও দেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। যদিও বিষয়টি চ্যালেঞ্জ করে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) দাবি করেছেন ভোট গণনায় কারচুপি হয়েছে। তবে বিষয় যাই হোক বারবার একে অপরকে নিশানা করতে ছাড়েন নি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী  (Suvendu Adhikari) এবং তৃণমূল নেতৃত্ব। মঙ্গলবার সেই একই ঘটনার সাক্ষী হল বাংলার মানুষ। এদিন কামারহাটি বিধায়ক মদন মিত্রকে (Madan Mitra) 'মাতাল' বলে সম্বোধন করে বসেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। 

মঙ্গলবার খড়্গপুরে একটি অনুষ্ঠানে গিয়ে নাম না করেই শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) নিশানা করেন মদন মিত্র। রাজ্যের বিরোধী দলনেতার উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে মদন মিত্র (Madan Mitra) বলেন, 'কামারহাটির বিধায়ক পদ ত্যাগ করে ২৯৪ আসনের যে কোনও আসনে তিনি লড়তে রাজি যদি বিপক্কে থাকেন নন্দীগ্রামের বিধায়ক। এরপর এদিন বিকালেই মদন মিত্রের (Madan Mitra) মন্তব্যের জবাব দেন শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari)।  তিনি বলেন, 'একজন পরিচিত মাতালের কথার উত্তর দেওয়া খুবই মুশকিল ব্যাপার। পশ্চিমবঙ্গের মানুষ জানেন যে উনি একজন পরিচিত মাতাল। '

এবার বিরোধী দলনেতার 'মাতাল' সম্বোধনের পাল্টা জবাব দিলেন মদন মিত্র (Madan Mitra)। এদিন মদন মিত্র (Madan Mitra) বলেন, 'জীবনে প্রথমবার মদ খেয়েছিলাম শুভেন্দুর বাবার (Suvendu Adhikari's Father) সঙ্গেই। কী যেন একটা ব্র্যান্ড খাইয়েছিল। আমরা যাচ্ছিলাম কেশপুরের দিকে। সেই সময় শিশির দা শিবাস না ফিবাস কী যেন একটা মিশিয়ে খাইয়ে দিয়েছিলেন।  আমি তো খেয়েই প্রায় বমি করে ফেলেছিলাম।'

এদিকে কামারহাটি বিধায়ককে কটাক্ষ করেছেন বিজেপির সর্বভারতীয় সহ- সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) ও। মদন মিত্রকে 'কমেডিয়ান' বলে আখ্যা দেন বিজেপির সর্বভারতীয় সহ- সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। মদন মিত্রর (Madan Mitra)  প্রসঙ্গে তিনি বলেন, 'উনি তো সকালে একরকম কথা বলে আর রাত বাড়লে অন্য রকম কথা বলেন। ওনার সম্পর্কে নতুন করে বলার কিছুই নেই।  বাংলার মানুষ ওনাকে ভালো করেই চেনেন।' শুভেন্দু অধিকারীকে মদন মিত্রের চ্যালেঞ্জ প্রসঙ্গে দিলীপ ঘোষ (Dilip Ghosh) জানান, 'শুভেন্দু (Suvendu Adhikari) মুখ্যমন্ত্রীকে হারিয়ে দিয়েছেন, সেই দুঃখ সহ্য করতে না পেরেই উনি উল্টোপাল্টা বলছেন।'