বালুরঘাটের নামজাদা পুজোগুলির মধ্যে অন্যতম  মহামায়া ক্লাব ৬৬ বছরে পদার্পণ করল পুজো এবারের থিম "উত্তরের শিল্পকলা" বাঁশ দিয়ে তৈরি হচ্ছে মণ্ডপ  

উত্তরবঙ্গের জেলা দক্ষিণ দিনাজপুরের রাজধানী শহর বালুরঘাটের নামকরা পুজোগুলির মধ্যে প্রথম সারিতে রয়েছে মহামায়া ক্লাব। প্রতিবছর এই পুজো দেখতে দূর-দূরান্ত থেকে শহরে আসেন বহু মানুষ। পুজো আসতে আর বেশিদিন বাকি নেই। হাতে মাত্র আর কয়েকটা দিন। মহামায়া ক্লবের পুজো উদ্যোক্তাদের ব্যস্ততাও এখন তুঙ্গে। দেখতে দেখতে ৬৬ বছরে পা দিল এই পুজো। এবার মহামায়া ক্লাবের থিম উত্তরের শিল্পকলা। উত্তরবঙ্গের বাঁশ শিল্প বিখ্যাত। সেই বাঁশ দিয়েই তৈরি করা হচ্ছে মণ্ডপ। মূল ভাবনায় শিল্পী সুনির্মল সরকার। প্রতিমা তৈরি করছেন বিষ্ণু পাল। এবার পুজোর বাজেট সাড়ে ছয় লক্ষ টাকা।