সংক্ষিপ্ত

তিনদিনের উত্তরবঙ্গ সফরে সন্ধ্যায় রেলপথে মালদহে পৌঁছন মুখ্যমন্ত্রী। রাতে মালদহে মহানন্দা ভবনে ছিলেন মমতা। 

মঙ্গলবার (Tuesday) মালদহ সফরে (Malda Visit) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। মুখ্যমন্ত্রীর সফরকে ঘিরে মালদহে চলছে সাজ সাজ রব। শহর জুড়ে তৈরি হয়েছে বড় বড় তোরণ। সাজিয়ে তোলা হয়েছে মহানন্দা ভবন। শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে মালদহের মিটিং হল মালদা কলেজ অডিটরিয়ামের দুর্গা কিঙ্কর সদনে।

এতদিন মালদহে তৃণমূল লোকসভা ও বিধানসভা ভোটে সেভাবে সফল না হওয়ায় বারবারই আক্ষেপ করেছেন মুখ্যমন্ত্রী। কিন্তু, এবার বিধানসভা নির্বাচনে মালদহে অভূতপূর্ব ফল করেছে তৃণমূল। জেলার ১২ বিধানসভা আসনের মধ্যে আটটিতেই জয় পেয়েছে ঘাসফুল শিবির। এই পরিস্থিতিতে তৃতীয়বার সরকার গঠনের পর মুখ্যমন্ত্রীর এটাই প্রথম মালদহ জেলা সফর। স্বাভাবিকভাবেই তাঁর সফর ঘিরে মালদহে উৎসাহ বাড়ছে।

তিনদিনের উত্তরবঙ্গ সফরে সোমবার মালদহে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সন্ধ্যায় রেলপথে মালদহে পৌঁছন মুখ্যমন্ত্রী। রাতে মালদহে মহানন্দা ভবনে ছিলেন মমতা। মঙ্গলবার মালদহ থেকে তিনি যাবেন উত্তর দিনাজপুরের রায়গঞ্জ। সেখানে উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার প্রশাসনিক পর্যালোচনা বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। রাতেই ফের মালদহে ফিরবেন মুখ্যমন্ত্রী। বুধবার মালদা কলেজ অডিটরিয়ামে প্রশাসনিক পর্যালোচনা বৈঠক করবেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রীর সফরে মালদহে ৫৯ টি প্রকল্পের শিলান্যাস এবং আরও ৩৭ টি প্রকল্পের উদ্বোধন কর্মসূচি রয়েছে। সবমিলিয়ে শুধু মালদহেই ৭০০ কোটি টাকারও বেশি সরকারি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস ঘোষণা করার কথা মুখ্যমন্ত্রীর। উত্তরবঙ্গ সফরে বুধবারই মুখ্যমন্ত্রী রওনা হয়ে যাবেন মুর্শিদাবাদের উদ্দেশ্যে। তাই তৃতীয়বার মুখ্যমন্ত্রী হয়ে মালদহের জন্য "উপহারের ডালি" নিয়ে আসছেন মুখ্যমন্ত্রী।

এদিকে, আজ অর্থাৎ ৭ ডিসেম্বর দক্ষিণ দিনাজপুর জেলা ও উত্তর দিনাজপুরে সফর করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী (West Bengal CM) মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মূলত জেলার প্রশাসনিক বৈঠকে যোগ দিয়ে গোটা জেলার খোঁজখবর নেবেন তিনি। এদিকে আবহাওয়ার কারণে হেলিকপ্টারের পরিবর্তে উত্তরবঙ্গ সফরে মমতা বন্দ্যোপাধ্যায় গেলেন ট্রেনে। তিনদিনে ৫টি জেলার প্রশাসনিক বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে এই সফরে মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব ও বিভিন্ন দফতরের প্রধান সচিবরা রয়েছেন।

সামনেই দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ও গঙ্গারামপুর পৌরসভার নির্বাচন রয়েছে। তার আগে মুখ্যমন্ত্রীর জেলা সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই রাজনৈতিক মহলের মত। সূত্রের খবর দুই দিনাজপুরের পাশাপাশি, পাশাপাশি নদিয়ার কৃষ্ণনগরেও প্রশাসনিক বৈঠক করার কথা রয়েছে তাঁর। গঙ্গারামপুরে বৈঠক করার পরে রায়গঞ্জে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। তার ঠিক পরের দিন অর্থাৎ ৮ তারিখ মালদহ এবং মুর্শিদাবাদে প্রশাসনিক বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই বৈঠকে কথা বলবেন জেলাশাসক, বিডিও ও জনপ্রতিনিধিদের সঙ্গে। নয় তারিখ মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠক করবেন নদিয়ার কৃষ্ণনগরে।