সংক্ষিপ্ত

  • মাধ্যমিকের ফল প্রকাশিত
  • মেধা তালিকায় জায়গা পেল কারা, দেখে নিন

পূর্ব ঘোষণা মতোই মঙ্গলবার সকালে প্রকাশিত হল মাধ্যমিকের পরীক্ষার ফলাফল। একই সঙ্গে জানিয়ে দেওয়া হল এবারের মাধ্যমিকের মেধা তালিকায় কারা জায়গা করে  নিল।  এবারও মাধ্যমিকের ফলাফলে কলকাতার থেকে এগিয়ে রয়েছে জেলা। ছাত্রীদের তুলনায় ছাত্রদের পাশের হার বেশ কিছুটা বেশি। মাধ্যমিকে প্রথম স্থান অধিকার করেছে পূর্ব মেদিনীপুরের সৌগত দাস। তার প্রাপ্ত নম্বর ৬৯৪। প্রথম তিনেই রয়েছে পাঁচজন ছাত্রছাত্রী।

এবারের মাধ্যমিকের মেধা তালিকায় প্রথম দশটি স্থানে জায়গা করে নিল মোট একান্নজন ছাত্রছাত্রী। ৬৮৩ পেয়ে অষ্টম স্থানে রয়েছে এগারো জন।

৬৮২ নম্বর পেয়ে নবম স্থান দখল করেছে ৯ জন ছাত্রছাত্রী।  আর দশম স্থানেই রয়েছে পনেরোজনের নাম। তাদের মধ্যে একজন কলকাতার।

 

এবছর মোট ৮,৭৬,৬৯৪ জন পরীক্ষার্থী মাধ্যমিক পাশ করেছে, পাশের হার ৮৬.০৭ শতাংশ। যা পর্ষদের ইতিহাসে সর্বকালীন রেকর্ড। ছাত্রীদের পাশের হার ৮২.০৮ শতাংশ, ছাত্রদের পাশের হার ৮৯ শতাংশেরও বেশি।

সামগ্রিক পাশের হারের নিরিখেও সবার উপরে রয়েছে পূর্ব মেদিনীপুর জেলা। তার পরে দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতা এবং তৃতীয় স্থানে পশ্চিম মেদিনীপুর।