সংক্ষিপ্ত

  • তৃণমূলের জনসংযোগ কৌশলকে কটাক্ষ
  • কটাক্ষ করলেন বিজেপি নেতা মুকুল রায়
  • কাটমানি নিয়েও আক্রমণ করলেন মুখ্যমন্ত্রীকে

তৃণমূলের 'দিদিকে বলো' প্রচার কৌশল নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিঁধলেন বিজেপি নেতা মুকুল রায়। সোমবার পুরুলিয়ায় দলের সদস্য সংগ্রহ অভিযানে যোগ দিয়ে মুকুল বলেন, 'আট বছর ক্ষমতায় থেকে মানুষের সঙ্গে জনসংযোগ রাখেননি মমতা বন্দ্যোপাধ্যায়। তাই, এখন টোল ফ্রি নম্বর দিয়ে জনসংযোগ করতে চাইছেন তিনি। আগেও টোল ফ্রি নম্বর ছিল, আগেও কেউ ফোন তুলতেন না, আর এখনও কেউ ফোন তুলবেন না, জবাবও দেবেন না।'

আরও পড়ুন- মমতার নির্দেশেই হেনস্থা, গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পর অভিযোগ মুকুলের

শুধু তৃণমূলের প্রচার কৌশল নয়, কাটমানি নিয়েও সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন মুকুল। কটাক্ষ করে তিনি বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় এখন কাটমানি ফেরাতে জোর দিয়েছেন। কিন্তু যে ৭৫ শতাংশ কাটমানি তাঁর কাছে রয়েছে, তা আগে উনি ফেরত দিক। তা যদি ফেরত দিতে পারেন, তাহলে আমরাও হাতে হাত মিলিয়ে গলায় গামছা বেঁধে অভিযুক্ত নেতাদের থেকে সমস্ত টাকা উদ্ধার করব।’ 

এর পাশাপাশি এ দিনও একশো সাতজন বিধায়ক বিজেপি-তে যোগ দিতে চান বলে দাবি করেছেন মুকুল রায়। তাঁর দাবি, ওই বিধায়কদের নামের তালিকা ইতিমধ্যেই কেন্দ্রীয় নেতৃত্বকে দেওয়া হয়েছে। কোন কোন বিধায়ককে দলে নেওয়া হবে, তা কেন্দ্রীয় নেতৃত্বই ঠিক করবেন বলে জানিয়েছেন মুকুল রায়। ভাবমূর্তি, জনপ্রিয়তার ভিত্তিতেই অন্য দল থেকে বিধায়কদের নেওয়া হবে বলেই দাবি বিজেপি নেতার।