সংক্ষিপ্ত

পুরুলিয়ার বাগমুন্ডি বিধানসভার ঝালদা ১ নম্বর ব্লকের ইচাগ কড়াডি এলাকার ৪০টি পরিবার থেকে প্রায় ২০০জন আজ তৃণমূলে যোগদান করেন। 

রাজ্যে অব্যাহত রয়েছে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান পর্ব। ফের পুরুলিয়ায় প্রায় ২০০ জন কংগ্রেস ও বিজেপি ছেড়ে যোগ দিলেন তৃণমূলে। তাঁদের হাতে দলের পতাকা তুলে দেন বাগমুন্ডির বিধায়ক সুশান্ত মাহাত। 

আরও পড়ুন- স্থানীয় বাসিন্দাদের হাতে বেদম মার খেল পুলিশ, মেরে মাথা ফাটিয়ে দেওয়া হল অফিসারের

পুরুলিয়ার বাগমুন্ডি বিধানসভার ঝালদা ১ নম্বর ব্লকের ইচাগ কড়াডি এলাকার ৪০টি পরিবার থেকে প্রায় ২০০জন আজ তৃণমূলে যোগদান করেন। উপস্থিত ছিলেন বাগমুন্ডির বিধায়ক সুশান্ত মাহাত, ঝালদা ১ নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেস সভাপতি আলোক চট্টোপাধ্যায়, সহ সভাপতি বিপ্রদাস মাহাত, অঞ্চল সভাপতি শংকরি ওঝা, কর্মাধ্যক্ষ বিষ্ণু মাহাত সহ আরও অনেকে। 

 

আরও পড়ুন- 'ভুল বুঝে' দলবদল করেছিলেন, ফের তৃণমূলে পুরুলিয়ার একাধিক বিজেপি নেতা

বিজেপি এবং কংগ্রেস ছেড়ে আসা যোগদানকারীদের উদ্দেশ্যে সুশান্ত মাহাত বলেন, "গত ১০ বছর ধরে বাগমুন্ডি বিধানসভা এলাকা উন্নয়নমূলক কাজে পিছিয়ে ছিল। কারণ বাগমুন্ডি বিধানসভা ছিল কংগ্রেসের দখলে। এবারে বাগমুন্ডি বিধানসভা আমরা দিদির হাতে তুলে দিতে পেরেছি তাই এবার এই এলাকায় উন্নয়ন হবে।" বাকিদেরও অন্য দল ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। 

আরও পড়ুন- অভিনয়ে সুযোগ দেওয়ার নামে সোশ্যাল মিডিয়ায় মডেলের অর্ধনগ্ন ছবি ফাঁস, গ্রেফতার ২

এর আগে ১৪ ও ১৫ জুলাই পুরুলিয়ার রঘুনাথপুর এলাকায় বিজেপির নির্বাচিত সদস্য সহ একাধিক নেতা ও কর্মী যোগ দিয়েছিলেন তৃণমূলে। রঘুনাথপুর বিধানসভার আড়রা গ্রাম পঞ্চায়েতের ২৪১ নম্বর বুথের বিজেপি সদস্য শুকদেব বাউরি সহ পাঁচ দলীয় নেতা তৃণমূলে যোগ দেন। এছাড়া বেশ কয়েকটি কর্মী সমর্থকও যোগ দিয়েছিলেন তৃণমূলে। সব মিলিয়ে মোট ১৪জন রঘুনাথপুর বিধানসভার প্রাক্তন বিধায়ক পূর্ণচন্দ্র বাউরির হাত থেকে তৃণমূলের পতাকা তুলে নিয়েছিলেন। এছাড়া ১৫ জুলাই বাবু গ্রাম অঞ্চলের দুটি বুথে বিজেপির দশজন সক্রিয় কর্মী সহ দশটি পরিবার তৃণমূলে যোগ দেন। রঘুনাথপুরের একটি দলীয় কার্যালয়ে তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দিয়েছিলেন জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক হাজারি বাউরি। এর ঠিক ১০ দিন পরই পুরুলিয়ার প্রায় ২০০ জন যোগ দিলেন তৃণমূলে।