Asianet News BanglaAsianet News Bangla

দর্শক শূণ্যই থাকছে মণ্ডপ, তবে সামান্য হলেও স্বস্তিতে পুজো কমিটি, কী নতুন পরিবর্তন এলো রায়ে

  • দর্শকশূণ্যই থাকছে এবছরের পুজো মণ্ডপ
  • পঞ্চমীর দিনও মিলল না কোনও সুখবর
  • তবে এবার সামান্য পরিবর্তন হল হাইকোর্টের নির্দেশে
  • কী কী থাকছে এবার নতুন নির্দেশে
New instruction comes from high court on durga Puja Bjc
Author
Kolkata, First Published Oct 21, 2020, 1:19 PM IST

চলতি বছরে উৎসবের আমেজ যে খানিক ম্লান হবে তা সকলেরই কম বেশি জানা ছিল। কিন্তু তারই মাঝে দুর্গা পুজোর প্রস্তুতি ছিল তুঙ্গে। কিন্তু পুজোর শুরুতেই চোখে পড়েছিল বিপুল সংখ্যক মানুষের ভিড়। আর তৃতীয়র সকালেই  মিলেছিল হাইকোর্টের রায়। এবার মণ্ডপ ও প্রতিমা দর্শন থেকে বঞ্চিত থাকবে কলকাতাবাসী। মুহূর্তে তা সাড়া ফেলেছিল সর্বত্র। এই রায়ের পরিবর্তনের জন্যও আর্জি করা হয়। যা বিবেচনা করে সামনে আসে নতুন রায় পঞ্চমীর সকালে। 


উদ্যোক্তাদের রিভিউ পিটিশনের প্রেক্ষিতে আগের রায় পুনর্বিবেচনা করে তাতে সামান্য পরিবর্তন করেছেন বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের বেঞ্চ।


কী কী পরিবর্তন ঘটল- 
হাতে গোনা কয়েকজন নয়, বড় পুজো মণ্ডপে ৬০ পুজো কমিটির সদস্যরা থাকতে পারবেন। 
একসঙ্গে মণ্ডপে ঢুকতে পারবেন ৪৫ব জন।
ছাকিরা থাকতে পারবেন নো এন্ট্রি জোনেই। 
তবে ৩০০ স্কোয়ার মিটারের আয়তনের মণ্ডপকেই বড় মণ্ডপ হিসেবে দেখা হবে। 
তবে সিঁদুর খেলাতে না, সাফ জানিয়ে দেওয়া হল নতুন রায়ে। 

Follow Us:
Download App:
  • android
  • ios