সংক্ষিপ্ত

বিধানসভা নির্বাচনের পর মুর্শিদাবাদ জেলায় এই প্রথম পা রাখলেন শুভেন্দু অধিকারী। এই ঝটিকা সফরে তৃণমূল কংগ্রেসকে তীব্র কটাক্ষ করে 'পিসি ভাইপোর কোম্পানী' বলে কটাক্ষ করেন শুভেন্দু।    

মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata banerjee) 'নন এমএলএ চিফ মিনিস্টার'। তৃণমূল 'পিসি ভাইপোর কোম্পানি'- উপনির্বাচন ঘিরে তুলোধোনা বিরোধী দলনেতা (Opposition leader) শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)।বিধানসভা নির্বাচনের পর মুর্শিদাবাদ জেলায় এই প্রথম পা রেখে ঝটিকা সফরে তৃণমূল কংগ্রেসকে তীব্র কটাক্ষ করে 'পিসি ভাইপোর কোম্পানী' বলে কটাক্ষ করেন শুভেন্দু।  

পাশাপাশি এদিন শুভেন্দু রাজ্যের ৩ কেন্দ্রে উপনির্বাচন ও নির্বাচন নিয়ে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। রবিবার জেলার একটি অভিজাত হোটেলে দলের বিশেষ কার্যকর্তা বৈঠকে হাজির হন তিনি। প্রতিনিয়ত রাজ্যের পাশাপাশি মুর্শিদাবাদ জেলাতেও শাসক দল তৃণমূলে নাম লেখাচ্ছেন বিজেপি নেতা কর্মীরা। এই পরিস্থিতিতে জঙ্গিপুর ও শমসেরগঞ্জে  বিধান সভায় নির্বাচনের দিনক্ষন ঘোষণার পাশাপাশি ভবানীপুর কেন্দ্রে উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

এদিকে রাজ্য সরকার চাইলেই চলতি বছরের মধ্যে পুরসভার  নির্বাচন অনুষ্ঠিত হবে, তা ধরে নিয়েই নেতা কর্মীদের মনোবল চাঙ্গা করতে শুভেন্দুর জেলা সফর বলে মনে করছে রাজনৈতিক মহল। তবে সে ক্ষেত্রে জেলা বিজেপির ভাঙন রুখতে শুভেন্দু অধিকারী কতটা সফল হবেন সে দিকে চেয়ে রয়েছে সকলে।

বিরোধীদের দাবি, শুভেন্দু অধিকারীকে দিয়ে জেলার সংগঠন আর চাঙ্গা করা যাবে না। কারন হিসেবে তাঁরা বলছেন তৃণমূল দলের জেলা দায়িত্বে থাকাকালীন জেলা তৃণমূলের মধ্যে যে উপ দলের তিনি সৃষ্টি করে গিয়েছিলেন তা কারও অজানা নয়। ফলে ওর কথা জেলার মানুষ শুনতে চান না।

বিধানসভার উপ নির্বাচন ও সাধারন নির্বাচনের প্রসঙ্গ তুলে  সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে শুভেন্দু এদিন বলেন, তৃণমূল কোনও দল নয় ,ওটা একটা পিসি আর ভাইপোর প্রাইভেট কোম্পানী। ওই কোম্পানী মালিকের নির্দেশে ও ম্যানেজিং ডিরেক্টরের তত্ত্বাবধানে চলে। এই রাজ্যে আইনের শাসন বলে কিছু নেই , শাসকের আইন রাজ্যে বলবত হয়েছে। 

শুভেন্দুর দাবি নির্বাচন কমিশন সঠিকভাবে উপ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে, যদিও রাজ্যের মুখ্যমন্ত্রী ইতিপূর্বে নিজেই হেরে গিয়ে নতুন করে ভোটে দাঁড়িয়ে নাটক করবেন। তিনি আরও বলেন, মাননীয়া আদতে একজন নন এমএলএ চিফ মিনিস্টার, রাজ্যের মুখ্যসচিব তাকে জেতানোর জন্য নির্বাচন কমিশনকে তদারকি করে উপনির্বাচন করার দাবি জানায় ভবানীপুরে। একটি সাংবিধানিক পদ দখল করে থাকা রাজ্যের মুখ্যসচিব এই কাজ করতে পারে না বলে হুঁশিয়ারি দেন শুভেন্দু অধিকারী।