পশ্চিমবঙ্গের মাটির নীচে খনিজ তেল! মাটি খুঁড়লেই আয় কয়েক হাজার কোটি, কেন্দ্রের চিঠির পরও গাফিলতি মমতা সরকারেরপশ্চিমবঙ্গে প্রায় ১০০ বর্গকিলোমিটার জমি খননের জন্য কেন্দ্র রাজ্যের কাছে অনুমতি চেয়েছে। অশোকনগর সহ একাধিক স্থানে খনিজ তেলের সন্ধান মিলেছে, কিন্তু খননকার্য শুরু হয়নি। রাজ্য সরকারের নীরবতা নিয়ে প্রশ্ন উঠছে।