সংক্ষিপ্ত

বৃহস্পতিবার একদিন যেমন মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন অন্যদিকে তেমনই তৃণমূল কংগ্রেসের শৃঙ্খলা কমিটির জরুরি বৈঠক ডেকেছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

পার্থ চট্টোপাধ্যেয়ের থেকে কী হাত গুটিয়ে ফেলবে দল? তেমনই জল্পনা তৃণমূল কংগ্রেসের অন্দরে আর বাইরে। কারণ বৃহস্পতিবার একদিন যেমন মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন অন্যদিকে তেমনই তৃণমূল কংগ্রেসের শৃঙ্খলা কমিটির জরুরি বৈঠক ডেকেছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বিকেল পাঁচটা নাগাদ হতে পারে এই বৈঠক। বৈঠকের কথা জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ।

 সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়ে কুণাল জানিয়েছেন তিনি তাঁর আগের টুইটে নিজের মতামত জানিয়েছিলেন। এখন তিনি  দলীয় বিষয় তুলে ধরছেন। অভিষেক বন্দ্য়োপাধ্যায় বৃহস্পতিবার বিকেলে তৃণমূল ভবনে দলের শৃঙ্খলা রক্ষা কমিটির বৈঠক ডেকেছেন। কুণাল জানিয়েছেন তাঁকেও ওই বৈঠকে যোগ দিতে নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আরও জানিয়েছেন দল যখন বিষয়টিতে দৃষ্ট আকর্ষণ করেছেন তখন তিনি তাঁর পুরনো পোস্টটি মুছে ফেলেছেন। আগেই কুণাল পার্থকে দল ও মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়ার আর্জি জানিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায় মাধ্যমে। 


পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী হিসেবে পরিচিত অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে উদ্ধার হওয়া রাশি রাশি টাকা আর গয়না উদ্ধার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আর সেই টাকা যে পার্থ চট্টোপাধ্যায়ের সেই দাবিও করছেন অর্পিতা। যা নিয়ে  কিছুটা হলেও চাপ বাড়ছে তৃণমূলের। এই অবস্থায় পার্থকে দলের সমস্ত পদ থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা নেওয়া হতে পারে বলেও সূত্রের খবর। 

পার্থ চট্টোপাধ্যায় বর্তমান তৃণমূল কংগ্রেসের মহাসচিব পদে রয়েছেন। পাশাপাশি দুটি গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্বও রয়েছে তাঁর হাত। পার্থ চট্টোপাধ্য়ায়কে যাতে দ্রুত মন্ত্রিত্ব ও দলের সব পদ থেকে সরিয়ে দেওয়া হয় তার দাবি করেন কুণাল। বিরোধীরাও পার্থ ইস্যুতে রীতিমত চাপ বাড়াচ্ছে শাসকদলের ওপর। এই অবস্থায়  এদিনের বিকেলের বৈঠকে কী পদক্ষেপ নেবে তৃণমূল কংগ্রেস তাই এখন দেখার। 

তবে মজার বিষয় হল যে শৃঙ্খলা কমিটির বৈঠক এদিন ডাকা হয়েছে সেই শৃঙ্খলা কমিটির সদস্যদের তালিকায় এখনও নাম রয়েছে পার্থ চট্টোপাধ্যায়। এই কমিটির বাকি সদস্যরা হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সি, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য ও সুদীপ বন্দ্যোপাধ্যায়। বর্তমানে দিল্লিতে থাকায় বৈঠকে উপস্থিত থাকবেন না সুদীপ। কুণাল জানিয়েছেন তাঁকেও এই বৈঠকে ডাকা হয়েছে। আরও পড়ুনঃ

TET Scam: দফায় দফায় জেরা মানিক ভট্টাচার্যকে, সকাল ১০টা ঢুকে সিজিও থেকে ছাড়া পেলেন রাত ১২টায়

পার্থ চট্টোপাধ্যায় কি মন্ত্রী থাকবেন? আর একটু পরেই মন্ত্রিসভার বৈঠকে হতে পারে সিদ্ধান্ত

পার্থ-অর্পিতার জন্য দুঃসংবাদ, স্কুল শিক্ষক নিয়োগ দুর্ণীতিকাণ্ডে নতুন মামলার অনুমতি কলকাতা হাইকোর্টের