সংক্ষিপ্ত

  • বড়সড় সাফল্য,উদ্ধার প্রায় ত্রিশ লক্ষ টাকার সামগ্রী
  • শহর শিলিগুড়িতে বেড়েই চলছে চুরির ঘটনা
  • সেই ঘটনায় লাগাম টানতে  নাকা চেকিং
  • চেকিং করতে গিয়ে  উদ্ধার সোনার গহনা,ক্যামেরা,টিভি  

দীপক দাস, শিলিগুড়ি : বড়সড় সাফল্য,উদ্ধার হলো নগদ সহ প্রায় ত্রিশ লক্ষ টাকার সামগ্রী।শহর শিলিগুড়িতে বেড়েই চলছে চুরির ঘটনা,সেই ঘটনায় লাগাম টানতে অভিযোগের ভিত্তিতে ও নাকা চেকিং করতে গিয়ে  উদ্ধার হল সোনার গহনা,নগদ টাকা,ক্যামেরা,টিভি, ল্যাপটপ, মূর্তি ও দুটি দুই চাকার যান।

শহরের ভক্তিনগর থানার অন্তর্গত তিনটি পৃথক অভিযোগের ভিত্তিতে উদ্ধার হয় বিপুল পরিমানের সামগ্রী ও নগদ টাকা পাশাপাশি চুরি করে পালাতে গিয়ে নাকা চেকিংয়ের সময় পুলিশ উদ্ধার করে  একটি দুই চাকার যান,ধৃতকে আটক করে জেরার পর অপর একটি দুই চাকার গাড়ি বাজেয়াপ্ত করা হয়। কার্যত এদিন শিলিগুড়ি পুলিশ কমিশনারেট অন্তর্গত ভক্তিনগর থানার ডিসিপি ইস্ট এক সাংবাদিক বৈঠক করে একথা জানান।

পৃথক এই চারটি ঘটনায়  যুক্ত থাকায়  গ্রেপ্তার করা হয়েছে বেশ কয়েকজনকে।ভক্তিনগর থানার এই বড়সড় সাফল্যে খুশি শহরবাসীও। দীর্ঘদিন ধরেই এই কার্যকলাপের পিছনে কারা রয়েছেন তা জানতে চাইছিল মানুষ। অবশেষে ধরা পডড়ল সেই গ্যাংয়ের পান্ডারা। তবে এখানেই শেষ নয় বলে ভাবছেন পুলিশকর্তারা। তাদের মতে, এই চক্রের সঙ্গে আরও অনেকে যুক্ত থাকতে পারেন। সেই দিকগুলি  খতিয়ে দেখা হবে।