সংক্ষিপ্ত

  • বনগাঁয় উদ্ধার পঞ্চাশ বস্তা কয়েন
  • গাড়িতে করে পাচারের আগেই হানা পুলিশের
  • অভিযুক্তদের খোঁজে চলছে তল্লাশি
  • বাংলাদেশ সীমান্ত লাগোয়া এলাকা থেকে উদ্ধার

রাজ্য জুড়ে কাটমানি বিতর্ক চলছে। তার মধ্যেই বনগাঁ থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ খুচরো পয়সা বোঝাই একটি গাড়ি। বস্তায় ভরে ওই গাড়িতে করে ওই টাকা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা জানতে তদন্তে নেমেছে পুলিশ। 

পুলিশ সূত্রে খবর, বনগাঁ থানার অন্তর্গত বাংলাদেশ সীমান্ত লাগোয়া ঢাকাপাড়া এলাকায় একটি বাড়ির মধ্যে ওই গাড়িটিতে খুচরো পয়সা বোঝাই বস্তাগুলি তোলা হচ্ছিল। তখনই আচমকা সেখানে হানা দেয় পুলিশবাহিনী। যদিও কাউকে গ্রেফতার করার আগেই বাড়ির মালিক-সহ অন্যরা এলাকা ছেড়ে চম্পট দেয়। গাড়ি এবং পয়সা ভর্তি বস্তাগুলি বাজেয়াপ্ত করে পুলিশ। ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। 

জানা গিয়েছে, এক টাকা এবং দু' টাকার কয়েন ভরে মোট পঞ্চাশ বস্তা কয়েন পাচার করা হচ্ছিল ওই গাড়িতে করে। তবে মোট কত টাকার কয়েন পাচার হচ্ছিল তা এখনও গুণে উঠতে পারেনি পুলিশ। তবে তাদের সন্দেহ বস্তাবন্দি এই বিপুল পরিমাণ কয়েন বাংলাদেশে পাচার করা হচ্ছিল। ধৃতদের খোঁজে তল্লাশি শুরু করেছেন বনগাঁ থানার তদন্তকারী অফিসাররা।  কী উদ্দেশ্যে ওই কয়েন পাচার করা হচ্ছিল, তাও খতিয়ে দেখা হচ্ছে।