Asianet News BanglaAsianet News Bangla

আগেই সেঞ্চুরি হাঁকিয়েছে দাম, এবার চুরি গেল মূল্যবান পেঁয়াজ

  • সেঞ্চুরি  ছুঁয়েছে পেঁয়াজের দাম
  • মূল্যবান পেঁয়াজ কিনতে হিমশিম মধ্যবিত্ত
  • চুরি গেল গোলাপি পেঁয়াজ
  • প্রায় ৫০ হাজার টাকার পেঁয়াজ চুরি
Precious onions stolen
Author
Kolkata, First Published Nov 26, 2019, 11:36 AM IST

সোনা-দানা চুরির কথা প্রায়শই শোনা যায়, কিন্তু পেঁয়াজ চুরি! সেই ঘটনাই ঘটল এবার রাজ্যে। সোনা ছেড়ে চোরেদের নজর এখন পেঁয়াজের দিকে। তাই সাবধানে রাখুন বাড়িতে আনা পেঁয়াজকে। নাহলে পূর্ব মেদিনীপুরের অক্ষয় দাসের মত অবস্থা হতে পারে আপনারও।

 পূর্ব মেদিনীপুরের হলদিয়ার সুতাহাটা থানার বাড় বাসুদেবপুরের সাহু বাজারে  আনাজপাতির দোকান রয়েছে  অক্ষয় দাসের। সোমবার গভীর রাতে সেখান থেকেই চুরি গেল প্রায় পঞ্চাশ হাজার টাকার পেঁয়াজ। মঙ্গলবার সকালে ব্যবসায়ী দোকানে এসে দেখেন তালা ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। ভেতর থেকে খোয়া গেছে প্রায় চার বস্তা পেঁয়াজ, যার আনুমানিক মূল্য প্রায় পঞ্চাশ হাজার টাকা। দোকানে আদা, রসুন ও অন্যআন্য সবজি থাকলেও চোরের পেঁয়াজ নিয়েই চম্পট দিয়েছে। 

দিনে দিনে বেড়েই চলেছে পেঁয়াজের দাম। হেঁশেল টানতে রীতিমত হিমশিম খাচ্ছে মধ্যবিত্ত বাঙালি। বাদারে গিয়ে মাথায় হাত উঠেছে আনম জনতার। পেঁয়াজের দাম একশোর গণ্ডি ছাড়িয়ে গিয়েছে। তাই এক কিলো পেঁয়াজ এখন রীতিমত মহার্ঘ্য। পেঁয়াজের এই দাম নিয়ে সোশ্যাল মিডিয়ায় তৈরি হয়েছে বিভিন্ন মিম। বর্তমানে যা অবস্থা তাতে এবার রাত জেগে পেঁয়াজ পাহাড়া দিতে হবে ব্যবসায়ীদের। নাহলে চুরি যেতে পারে যক্ষের ধন।

Follow Us:
Download App:
  • android
  • ios