সংক্ষিপ্ত
- উস্কানিমূলক পোস্টের বিরুদ্ধে সরব
- রায়গঞ্জের তৃণমূল দ্বারস্থ সাইবার ক্রাইমের
- তুলে দেওয়া হয়েছে ছবিও
- দ্রুত ব্যবস্থা নেওয়ার আর্জি
এমনিতেই ভোট পরবর্তী সন্ত্রাসে উত্তপ্ত গোটা রাজ্য। তারওপর নতুন বিপদ ডেকে আনছে উস্কানিমূলক পোস্ট। পোস্টগুলি এমনই উস্কানিমূল তা যে কোনয়ও সময়ই বিক্ষিপ্তভাবে আগুন জ্বালতে পারে বলেও মনে করছেন একাংশ। আর এই উস্কানিমূলক সোস্যাল মিডিয়া পোস্টের বিরুদ্ধেই আসরে নামল তৃণমূল কংগ্রেস।
সোশ্যাল মিডিয়ায় উস্কানিমূলক ফেক পোস্ট করার অভিযোগ। সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের করল তৃণমূল কংগ্রেস। সোশ্যাল মিডিয়ায় ফেক পোস্ট করে হিংসা ছড়ানো হচ্ছে, এমন অভিযোগে সরব হয়ে সাইবার ক্রাইম বিভাগের দ্বারস্থ রায়গঞ্জ টাউন তৃণমূল যুব কংগ্রেস ও ছাত্র পরিষদ। শুক্রবার কর্ণজোড়ায় সাইবার ক্রাইম থানায় লিখিত ভাবে অভিযোগ জানিয়েছেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। অভিযোগ জানানোর পাশাপাশি সোশ্যাল মিডিয়ার বেশ কিছু আপত্তিকর পোস্টের ছবিও তুলে দেওয়া হয়েছে তদন্তকারীদের হাতে। স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি অধিকাংশ পোস্টই ভুয়ো। যার সঙ্গে এই রাজ্যের তেমন কোনও সম্পর্ক নেই বলেও অভিযোগ করা হয়েছে।
টাউন যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অনিরুদ্ধ সাহার অভিযোগ, নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর থেকে সোশ্যাল মিডিয়া জুড়ে হিংসা ছড়ানো হচ্ছে । ফেক পোস্ট করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। বিজেপির আইটি সেলের পক্ষ থেকে রাজ্যজুড়ে এই কাজ করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এই কোভিড পরিস্থিতিতে মানুষের পাশে থেকে কাজ করার বদলে হিংসা, উস্কানিমূলক পোস্ট যারা ছড়াচ্ছে তাদেরকে চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার দাবি জানিয়েছি।