সংক্ষিপ্ত

  • ট্রেন অবরোধ করে বিক্ষোভ সোনারপুরে 
  • লোকাল ট্রেন চালানোর দাবিতে এই অবরোধ 
  • শিয়ালদহ দক্ষিন শাখার লাইনে ট্রেন চলাচল বন্ধ 
  •  অবরোধকারীদের বোঝানোর চেষ্টা করছে রেল পুলিশ 


ট্রেন অবরোধ করে নিত্যযাত্রীদের বিক্ষোভ সোনারপুরে। স্পেশাল ট্রেনে নিত্য যাত্রীদের উঠতে না দেওয়া এবং লোকাল ট্রেন চালানোর দাবিতে এই অবরোধ। অবরোধের জেরে শিয়ালদহ দক্ষিন শাখার লাইনে আপ ও ডাউন ট্রেন চলাচল বন্ধ।

আরও পড়ুন, PAC-র চেয়ারম্যান কে, নাম ঘোষণার পরই ১০ কমিটির তালিকা দেবে, সাফ জানাল BJP 

 


কার্যত লকডাউনে স্পেশাল ট্রেন চালু হলেও সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ। প্রধানত রেল কর্মী, স্বাস্থ্য কর্মী,কোর্টের স্টাফ, পুলিশ কর্মীরাই এই ট্রেনে এতদিন ধরে যাতায়াত করুছেন। আর এই কারণের জেরেই বুধবার ট্রেন অবরোধ করে নিত্যযাত্রীদের বিক্ষোভ সোনারপুরে।   শিয়ালদহ দক্ষিন শাখার বারুইপুর, ক্যানিং, ডায়মন্ডহারবার, লক্ষ্মীকান্তপুর, নামখানা লাইনে আপ ও ডাউন ট্রেন চলাচল বন্ধ। রেল অবরোধের জেরে জরুরি পরিষেবার সঙ্গে যুক্তরা যেতে পারছেন না কর্মক্ষেত্রে। ঘটনাস্থলে সোনারপুর জিআরপিএফ ও আরপিএফ। অবরোধকারীদের বোঝানোর চেষ্টা করছেন তাঁরা।

 

আরও দেখুন, আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শহরে, সপ্তাহভর প্রবল বর্ষণের পূর্বাভাস সারা বাংলায় 


প্রসঙ্গত, রাজ্যে কোভিডের বেলাগাম অবস্থার জেরে তৃতীয়বার মুখ্যমন্ত্রী হবার পরেই প্রথম পদক্ষেপ হিসেবে রাজ্যে পনেরো দিনের জন্য কার্যত লকডাউন ঘোষণা করেন। পরে কাজের ক্ষেত্রে কিছু শিথিলতা এনে বিধিনিষেধের সময়সীমা বাড়িয়ে দেওয়া হয়। এদিকে কার্যত লকডাউনের জেরে রোজগার হারিয়ে ক্ষুব্ধ সাধারণ মানুষ। ট্রেন-বাস বন্ধে অনেকেই বাধ্য হয়ে পণ্যবহন গাড়িতে কাজের জায়গায় যাচ্ছেন। কিন্তু তা স্বল্প সংখ্যায়। এবং সেই সুবিধা সব জায়গায় নেই। ভাড়াও প্রচুর। এদিকে ট্রেনে সাধারণ মানুষের ওঠা নিষিদ্ধ। এহেন পরিস্থিতিতে ধৈর্য্যর বাধ ভেঙে ক্ষোভ উগরে এদিন ট্রেন অবরোধ করল নিত্যযাত্রীরা।

 

আরও পড়ুন, ভাইরাসের ভয় নেই তেমন এখানে, ঘুরে আসুন ভুটানে  

আরও পড়ুন, রাজ্য়ের সর্বনিম্ন সংক্রমণ এই জেলায়, বৃষ্টিতে হারাতেই পারেন পুরুলিয়ার পাহাড়ে 

আরও দেখুন, বৃষ্টিতে বিরিয়ানি থেকে তন্দুরি, রইল কলকাতার সেরা খাবারের ঠিকানার হদিশ  

আরও দেখুন, কলকাতার কাছেই সেরা ৫ ঘুরতে যাওয়ার জায়গা, থাকল ছবি সহ ঠিকানা 

আরও পড়ুন, বনগাঁ লোকাল নয়, জাপানে ঠেলা মেরে ট্রেনে তোলে প্রোফেশনাল পুশার, রইল পৃথিবীর আজব কাজের হদিস