সংক্ষিপ্ত

বুধবার বিকেলে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের চকভৃগু এলাকায় তৃণমূলের বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে যোগ দেন রাজীব বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি বিজেপির যদি ক্ষমতা থাকে তবে যেন তারা সব কটা পঞ্চায়েত জিতে দেখায়।

পাখির চোখ পঞ্চায়েত নির্বাচন। রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের গড়ে দাঁড়িয়ে কার্যত তাঁকে চ্যালেঞ্জ ছুঁড়লেন তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি বিজেপির যদি ক্ষমতা থাকে তবে যেন তারা সব কটা পঞ্চায়েত জিতে দেখায়। বুধবার বিকেলে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের চকভৃগু এলাকায় তৃণমূলের বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে যোগ দেন রাজীব বন্দ্যোপাধ্যায়। 

বুধবার বিকেলে বালুরঘাটের নদীপার এনসি হাইস্কুলে তৃণমূলের বিজয়া সম্মিলনী উপলক্ষে কর্মীদের মধ্যে উচ্ছ্বাস ছিল চরমে। এদিন উপস্থিত ছিলেন তৃণমূলের জেলার চেয়ারম্যান নিখিল সিংহ রায়, বালুরঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি কল্পনা কিসকু, যুব সভাপতি অম্বরীশ সরকার, DPSC র চেয়ারম্যান সন্তোষ হাঁসদা সহ অন্যান্যরা।

এদিন অনুষ্ঠানে তিনি বলেন ‘‘ভারতীয় জনতা পার্টি যেমন বেকারত্বের জ্বালা বাড়িয়েছে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় ৪০ শতাংশ চাকরির ব্যবস্থা করেছেন। যেন ২০১৯ এর পুনরাবৃত্তি না হয়। এবার যেন বালুরঘাট থেকে তৃণমূলের প্রতিনিধি মমতা বন্দ্যোপাধ্যায়ের মুকুটে আর একটা পালক জুড়তে পারে।’’ যাঁরা তৃণমূলে নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছেন, তাদের দল সম্মান করে। কিন্তু তৃণমূলে থেকে নিজের আখের গুছিয়ে নেওয়ার চেষ্টা করলে ফল ভুগতে হবে। 

এদিন তিনি সংগঠনকে শক্তিশালী করার বার্তা দেন কর্মীদের। রাজীব বলেন, ‘‘পঞ্চায়েত নির্বাচন সামনে আসছে। এই পঞ্চায়েত নির্বাচনে ভালো ফল করতে গেলে, মানুষের কাছে পৌঁছতে হবে। এখন থেকেই বুথস্তর অবধি সংগঠনকে শক্তিশালী করে কাজ করতে হবে। সেই কাজটা শুরু করুন।’’ বালুরঘাটের সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তৃণমূল নেতা। রাজীবের প্রশ্ন, সুকান্ত মজুমদার সাংসদ হিসেবে জেলায় একটাও উন্নয়নমূলক কাজ করতে পারেননি, সেক্ষেত্রে তিনি রাজ্য সভাপতি হয়ে রাজ্যের কী উন্নয়ন করবেন?

উল্লেখ্য, ২০২৩ শুরু হওয়ার একেবারে শুরুর দিকে, অর্থাৎ জানুয়ারি মাসে পঞ্চায়েত নির্বাচন সংঘটিত করার একটা পরিকল্পনা রয়েছে সংশ্লিষ্ট মহলে। তবে, সেই পরিকল্পনা বাস্তবায়িত না করতে পারলে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা হয়ে যাওয়ার পরে, অর্থাৎ মার্চের শেষ অথবা এপ্রিলের শুরু নাগাদ ভোট হওয়ার করানোর একটা সম্ভাবনা রয়েছে বলে ধারণা করা হচ্ছে। সূচি অনুযায়ী, আগামি বছর মে মাসে পশ্চিমবঙ্গে নতুন পঞ্চায়েত বোর্ড গঠন হওয়ার কথা রয়েছে। সেই মর্মে, ইতিমধ্যেই নির্বাচন কমিশন এবং রাজ্য পঞ্চায়েত দফতরের পক্ষ থেকে নির্বাচনের প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে বলে খবর।

আরও পড়ুন-
একটানা জ্বরে কাবু ফুটবল প্রশিক্ষক সুব্রত ভট্টাচার্য, টানা ৩ দিনের জ্বরের পর ধরা পড়ল ডেঙ্গি!
ভারতের সীমানায় ‘বিচিত্র’ পরিস্থিতি, মোকাবিলা করতেই ‘অগ্নিপথ’ স্কিম চালু করেছে কেন্দ্রের মোদী সরকার?
কালীপুজোর পরেই দেশ জুড়ে আবার লকডাউন? চিন থেকে ফের ভারতে ঢুকে পড়ল করোনার নতুন ভ্যারিয়েন্ট