সংক্ষিপ্ত

রেশন উপভোক্তাদের প্রকৃত তালিকা হাতে পেতে তৎপর হয়েছে রাজ্য সরকার। এই গাফিলতি বন্ধ করার জন্য এখন থেকে প্রতি মাসে জন্ম-মৃত্যুর পঞ্জিকরণ দফতরের আধিকারিকদের মৃতের তালিকা পাঠাতে হবে রাজ্য সরকারের কাছে।

পরিবারের সদস্যের (Family Member) অনেকদিন আগেই মৃত্যু (Died) হয়েছে। কিন্তু, তারপরও মৃত ব্যক্তির রেশন কার্ড (Ration Card of Dead Man) জমা করছেন না পরিবারের অন্য সদস্যরা। বরং সেই মৃত ব্যক্তির কার্ড থেকেও অবলীলায় তুলছেন রেশন (Ration)। গোটা রাজ্যের মধ্যে এই ধরনের একাধিক ঘটনা সরকারের নজরে এসেছে। আর তার বিরুদ্ধে পদক্ষেপ করতে এবার তৎপর রাজ্য সরকার (State Government)।    

রেশন উপভোক্তাদের প্রকৃত তালিকা হাতে পেতে তৎপর হয়েছে রাজ্য সরকার। এই গাফিলতি বন্ধ করার জন্য এখন থেকে প্রতি মাসে জন্ম-মৃত্যুর পঞ্জিকরণ দফতরের আধিকারিকদের মৃতের তালিকা পাঠাতে হবে রাজ্য সরকারের কাছে। জমা দিতে হবে সমব্যথী প্রকল্পের উপভোক্তাদের তালিকাও।

আরও পড়ুন- 'খুব ভালো হয়েছে ভোট ', ভবানীপুর উপনির্বাচন শেষ হতেই প্রিয়াঙ্কাকে চ্যালেঞ্জ ফিরহাদের

ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফে জেলায় জেলায় পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে ‘দুয়ারে রেশন’ (Duare Ration) প্রকল্প। আর সেখানেই আসল তথ্য উঠে এসেছে রাজ্য সরকারের হাতে। দেখা গিয়েছে, রাজ্যে আগেই চালু ছিল ১০ লক্ষ ৪০ হাজার রেশন কার্ড। ‘দুয়ারে সরকার’ ক্যাম্পের পর রাজ্যের রেশন গ্রহীতাদের সংখ্যা বেড়ে প্রায় ১০ লক্ষ ৬০ হাজার হতে গিয়েছে। আর এই পরিসংখ্যান দেখেই নড়েচড়ে বসেছে রাজ্য। জানা গিয়েছে, পরিবারের কারোও মৃত্যু হওয়ার পরও সেই ব্যক্তির রেশন কার্ড সারেন্ডার করা হচ্ছে না। বরং ওই মৃতের কার্ড থেকেও অবলীলাল তোলা হচ্ছে রেশন। তার ফলেই বেড়ে গিয়েছে পরিসংখ্যান। 

আরও পড়ুন- টানা বৃষ্টির জের, অজয় নদের উপর হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নির্মীয়মাণ সেতু

রাজ্যবাসীর এই প্রবণতা রুখতে তৎপর হল রাজ্য সরকার। এর জন্য নতুন নির্দেশিকা জারি করা হয়েছে। এবার থেকে প্রতি মাসে জন্ম-মৃত্যুর পঞ্জিকরণ দফতরের আধিকারিকদের মৃতের তালিকা পাঠাতে হবে রাজ্য সরকারের কাছে। এছাড়া আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবারগুলির কোনও সদস্যের মৃত্যু হলে শেষকৃত্যের জন্য রাজ্য সরকারের তরফে সমব্যথী প্রকল্পে ২ হাজার করে টাকা দেওয়া হয়। ফলে মৃতের প্রকৃত তালিকা হাতে পেতে সমব্যথী প্রকল্পে নথিভুক্ত নামও খাদ্য দফতরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দেখা গিয়েছে, পরিবারে আর্থিক অনটন লেগেই থাকে। সেই কারণে পরিবারের মৃত সদস্যের রেশন কার্ড জমা না করে তা দিয়ে রেশন তোলেন অনেকেই। যদিও সেটা একেবারেই বৈধ্য নয়।

আরও পড়ুন- দুর্গা পুজোর ১০ দিন থাকছে না নাইট কার্ফু, ঠাকুর দেখতে হলে মানতে হবে এই নিয়মগুলি

প্রতিবছর রেশনের জন্য রাজ্য সরকারের ৪ হাজার কোটি টাকা খরচ হয়। নবান্ন সূত্রে খবর, মৃত ব্যক্তিদের নাম বাদ দিয়ে রেশন উপভোক্তাদের প্রকৃত তালিকা পেলে সরকারের কমপক্ষে ৫০০ কোটি টাকা বাঁচবে। তার জেরেই এবার রেশন নিয়ে পদক্ষেপ করতে চলেছে রাজ্য সরকার। 

YouTube video player