সংক্ষিপ্ত

 সিসিটিভি ফুটেজ উদ্ধার হয়েছে। তাতে দেখা গেছে রাতের অন্ধকারে একটি রিকশা বহুতলের সামনে এসে  দাঁড়ায়। তা দেখেই  কর্মরত নিরাপত্তা রক্ষীর ঘরের ভিতর থেকে একটি লাঠি নিয়ে বার হয়। কিন্তু  নিরাপত্তা রক্ষী কিছু বুঝে ওঠার আগেই রিকশাচলক তার পেটে ছুরি ঢুকিয়ে দেয়।


শিলিগুড়ির বহুতলে নিরাপত্তা রক্ষীকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠেছে। বুধবার মধ্যরাতে এই  ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।  স্থানীয় পুলিশ সূত্রের খবর  শিলিগুড়ি পৌরনিগমের ৩৯ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটেছে। নিহত নিরাপত্তা রক্ষী ছিলেন বিহারের বাসিন্দা। কর্মসূত্রে তিনি এই রাজ্যে এসেছিলেন, তাঁর নাম বিনয় কুমার। এই ঘটনায় অভিযোগের তীর স্থানীয় এক রিকশা চালকের বিরুদ্ধে। 

পুলিশ সূত্রের খবর  এই ঘটনার সিসিটিভি ফুটেজ উদ্ধার হয়েছে। তাতে দেখা গেছে রাতের অন্ধকারে একটি রিকশা বহুতলের সামনে এসে  দাঁড়ায়। তা দেখেই  কর্মরত নিরাপত্তা রক্ষীর ঘরের ভিতর থেকে একটি লাঠি নিয়ে বার হয়। কিন্তু  নিরাপত্তা রক্ষী কিছু বুঝে ওঠার আগেই রিকশাচলক তার পেটে ছুরি ঢুকিয়ে দেয়। তারপরই রিকশাওয়ালা সেখান থেকে চম্পট দেয়।

স্থানীয়রা ছুটে আসে। গুরুতর জখম অবস্থায় নিরাপত্তা রক্ষীকে উদ্ধার করা হয়ে। কোনও রকমে বাড়ির ভিরতে নিয়ে যাওয়া হয়। কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মৃত্যুর কোলে ঢলে পড়ে বিনয়। 

বহুতলের এক আবাসিকই পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে আসে ভক্তিনগর থানার পুলিশ। নিহতের দেহ ময়নাতদন্তের জন্য পাঠান হয়েছে। উদ্ধার করা হয়েছে খুনের অস্ত্র। খতিয়ে দেখা হচ্ছে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ। তবে কী কারণে এই ঘটনা বা খুনের মোটিভ কী তা এখনও পর্যন্ত জানতে পারেনি পুলিশ। এদিন সকাল বেলা গ্রেফতার করা হয়েছে মূল বিনয় খুনের মূল অভিযুক্ত রিকশাওয়ালা। সূত্রের খবর ইতিমধ্যেই তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে ভক্তিনগর থানার পুলিশ। 

এই ঘটনায় অন্য কারও হাত রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।  সূত্রের খবর এখনও পর্যন্ত রিশকাওয়ালা খুনের মোটিভ কি ছিল তা জানাতে অস্বীকার করেছে। পাশাপাশি তার সঙ্গে রিকশায় কোন ব্যক্তি ছিল তাও জানাতে চাইছে না। নিরাপত্তা রক্ষী বিহারের বাসিন্দা। কাজের সূত্রেরই এই রাজ্যে এসেছেন। তাই হঠাৎ করে তার সঙ্গে এখানে অন্যকারও শত্রুতা হওয়ার কথা নয়। তাই খুনের মটিভ নিয়েও পুলিশের ধ্বন্দ্ব রয়েছে।