সংক্ষিপ্ত
- লকডাউন পৌর কর জমায় ছাড় মিলবে সুদে
- এই ঘোষণা করেছেন শিলিগুড়ির মেয়র অশোক ভট্টাচার্য
- আগামী জুন পর্যন্ত চালু থাকবে এই স্কিম
লকডাউন পিরিয়ডে পৌর কর জমা করলেই ছাড় মিলবে সুদে। শনিবার শিলিগুড়ি পুরনিগমের মেয়র অশোক ভট্টাচার্য এক সাংবাদিক বৈঠকের মাধ্যমে জানান, এই লকডাউন পিরিয়ডে বকেয়া পৌর কর জমা করলেই সুদ মুকুব করা হবে পুরোপুরিভাবে। আগামী জুন মাস অবধি এই সুবিধা পাবেন আমজনতা৷
লকডাউন পিরিয়ডে আয় সুনিশ্চিত করতেই এমন সিদ্ধান্ত নিয়েছে শিলিগুড়ি পুরনিগম কতৃপক্ষ। মেয়র জানিয়েছেন, চলতি মাসের ২০ তারিখ থেকে পৌর কর জমা নেওয়ার কাজ শুরু হবে। একইসঙ্গে চলবে মিউটেশনের কাজও। সেক্ষেত্রেও শহরবাসী বিশেষ ছাড় পাবেন এই লকডাউন পিরিয়ডে।
পুর আয় সুনিশ্চিত করতেই সম্প্রতি রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রীকে চিঠি করেছিলেন মেয়র অশোক ভট্টাচার্য। একইসঙ্গে ফোন মাধ্যমেও যোগাযোগ করেন তিনি। মন্ত্রীর সঙ্গে কথা বলার পাশাপাশি প্রধান সচিবের সঙ্গেও কথা বলেন। অন্যদিকে, এ বিষয়ে পুরনিগমের অন্দরেই মেয়র পারিষদদের নিয়েও বৈঠক সেরেছে মেয়র।