সংক্ষিপ্ত
- সিবিআই দফতরে হাজিরা দিলেন শোভন চট্টোপাধ্যায়
- নারদ কাণ্ডে তদন্তের জন্য ডেকে পাঠায় সিবিআই
- বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এ দিন সকালেই হাজির দেন প্রাক্তন মেয়র
বিজেপি-তে যোগ দিয়েও স্বস্তিতে নেই তিনি। তার মধ্যেই নারদ কাণ্ডে অস্বস্তি বাড়ল কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের। এ দিন সকালেই নিজাম প্যালেসের সিবিআই দফতরে হাজিরা দেন শোভন। এ দিনই সিবিআই-এর কাছে হাজিরা দিয়েছেন নারদ কাণ্ডে অভিযুক্ত আরামবাগের তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারও।
নারদ কাণ্ডে অভিযুক্তদের গলার স্বর পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করছে সিবিআই। ইতিমধ্যেই সিবিআই দফতরে গিয়ে গলার স্বরের নমুনা দিয়ে এসেছেন সুব্রত মুখোপাধ্যায়, প্রসূন বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়ের মতো নেতারা। সূত্রের খবর, শোভন চট্টোপাধ্যায়কেও গলার স্বরের নমুনা সংগ্রহের জন্যই ডেকে পাঠানো হয়েছিল। সেই মতো এ দিন সকালে বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সিবিআই দফতরে হাজির হন শোভন। যদিও সিবিআই দফতরে ঢোকার সময় কোনও মন্তব্য করেননি তিনি।
শোভনের মতোই এ দিন কেন্দ্রীয় গোয়েন্দাদের সামনে হাজিরা দেন আরামবাগের তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারও।
প্রসঙ্গত নারদ কাণ্ডের সময় কলকাতার মেয়র ছিলেন শোভন চট্টোপাধ্যায়। স্টিং অপারেশনের ফুটেজে অন্যান্য বেশ কিছু তৃণমূল নেতার মতোই টাকা নিতে দেখা গিয়েছিল শোভনকে।
এখনও সিবিআই অফিসে হাজিরা দেননি শুভেন্দু অধিকারী, ইকবাল আহমেদের মতো তৃণমূল নেতারা। সিবিআই-এর সামনে এখনই হাজিরা না দেওয়ার জন্য ইতিমধ্যেই আদালতের দ্বারস্থ হয়েছেন তৃণমূল কাউন্সিলর ইকবাল আহমেদ।