সংক্ষিপ্ত
- মহা অষ্টমীতে তারাপীঠে বিশেষ ভোগ
- পুজোর সঙ্গে চলে বিশেষ যজ্ঞ
- পুজো দেখথে ভিড় জমান অসংখ্য ভক্ত
অষ্টমীর দুপুরে মহাযজ্ঞ হল তারাপীঠ মন্দিরে। এই মহাযজ্ঞের অনুষ্ঠান দেখতে বহু ভক্তই মন্দিরে ভিড় জমান।
সব দেবদেবীর ঊর্ধ্বে মা তারা। ফলে তারাপীঠে কোনও দেবী মূর্তির পুজো হয় না। মা তারাকে সামনে রেখেই সব দেবী মূর্তির পুজো করা হয়। তাই সপ্তমীর সকাল থেকেই মা তারাক দুর্গা রূপে পুজো করা হচ্ছে। রবিবার অষ্টমীর সকালে মায়ের বিশেষ পুজো হয়। মন্দিরের সামনে নাট মন্দিরে চলে বিশেষ যজ্ঞ। আটজন পুরোহিত আটটি ঘট ভরে পুজো শুরু করেন। ঘন্টা দুয়েক ধরে চলে যজ্ঞ। এক টিন ঘি দিয়ে বিশেষ যজ্ঞ করা হয়।
মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায়, সম্পাদক ধ্রুব চট্টোপাধ্যায় বলেন, "মা তারা সব দেবীর ঊর্ধ্বে। ফলে এখানে মা তারাকে সামনে রেখেই দেবী দুর্গার পুজো হচ্ছে। বছরে এই একদিন নাটমন্দিরে মহাযজ্ঞ হয়। এ দিন অষ্টমীর বিশেষ ভোগ অর্থাৎ লুচি, সুজি, বিভিন্ন ফল, মিষ্টি নিবেদন করা হয়। এছাড়া নিত্যভোগ হয়।'