সংক্ষিপ্ত
শুভেন্দু আরও বলেন মমতা বন্দ্যোপাধ্য়ায় টেট, এসএসসি নিয়ে কথা বলেছেন। অথচ গান্ধী মূর্তির পাদদেশে যেসব চাকরি প্রার্থীরা দিনের পর দিন বসে আন্দোলন করছেন তাদের তিনি সিপিএম বিজেপির ক্যাডার বলে কার্যত অপমান করেছেন।
স্কুল শিক্ষক নিয়োগ দুর্ণীতি মামালয় পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হয়েছেন শনিবার। বিষয়টি নিয়ে আজ সোমবার নজরুল মঞ্চে মুখ খুললেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের পরই তাঁকে পাল্টা নিশানা করেছেন বিজেপি নেতা তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত ৭২ ঘণ্টা পরে বিষয়টি নিয়ে মুখ খুলছেন। পার্থ চট্টোপাধ্যায়কে ঝেড়ে ফেলার চেষ্টা করেছেন।' তিনি বলেন মুখ্যমন্ত্রী দিন নজরুল মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানে এসে যে বক্তব্য পেশ করেছেন তা ঠিক নয়। তিনিও এই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন। কিন্তু ব্যক্তগত কাজ থাকায় যেতে পারেননি। তবে শুভেন্দু জানিয়েছেন, 'না গিয়ে ভালোই হয়েছে, গেলে সুন্দর বনের বাঘ, নর্থবেঙ্গেলের হাতি - কুমীর - এজাতীয় কথাবার্তাই শুনতে হত। নজরুল মঞ্চের অনুষ্ঠানে উত্তম কুমার বা সন্ধ্যা মুখোপাধ্যায়কে নিয়ে কোনও আলোচনা হত না।'
শুভেন্দু আরও বলেন মমতা বন্দ্যোপাধ্য়ায় টেট, এসএসসি নিয়ে কথা বলেছেন। অথচ গান্ধী মূর্তির পাদদেশে যেসব চাকরি প্রার্থীরা দিনের পর দিন বসে আন্দোলন করছেন তাদের তিনি সিপিএম বিজেপির ক্যাডার বলে কার্যত অপমান করেছেন। কিন্তু দুর্ণীতির পর্দা ফাঁস হয়েছে। তা অত্য়ান্ত মারাত্মক। টাকা যে উদ্ধার হয়েছে তা স্পষ্ট। কিন্তু পার্থ ঘনিষ্ট অর্পিতা মুখোপাধ্য়ায়কে চেনেন না বলে মমতা বন্দ্যোপাধ্য়ায় দায় এড়াতে পারবেন না। কারণ ভিডিওতে মমতা অর্পিতার উদ্দেশ্যে যা বলেছেন তাতে স্পষ্ট তারা পূর্ব পরিচিত। অর্পিতার সঙ্গে তৃণমূল কংগ্রেসের যোগ রয়েছে বলেও দাবি করেন তিনি।
এদিন মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোক করেছেন সারদা - নারদ কেলেঙ্কারি নিয়ে সিবিআই তদন্ত শুরু করেছে দীর্ঘ দিন আগে। কিন্তু এখনও কোনও ফল পেশ করা হয়নি। তবে স্কুল শিক্ষক নিয়োগ দুর্ণীতি নিয়ে তিন মাসের মধ্যে ফাস্ট ট্র্যাক আদালতে বিচার করতে হবে। এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে শুভেন্দু বলেন মমতা বন্দ্যোপাধ্য়ায় ভয় পেয়েছেন। তার থেকেই একথা বলছেন। তিনি আরও বলেন এই মামলার তদন্ত যখন শেষ হবে তখন তিনি সরকারে থাকবেন না। আর তৃণমূল দলটাও থাকবে না।
তবে মমতা বব্দ্যোপাধ্যায় এদিন জানিয়ে দেন তিনি কোনও কিছুতেই ভয় পান না। লড়াই করতে তিনি প্রস্তত। কথা প্রসঙ্গে তিনি বলেন ২০২১ সালের নির্বাচনে গোটা দেশ তাঁর ও তাঁর দলের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। তাঁর পাও ভেঙে দেওয়া হয়েছিল। এই প্রসঙ্গে শুভেব্দু অধিকারী বলেন নন্দীগ্রামে তাঁর বিরুদ্ধেই লড়াইয়ের ময়দানে নেমেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামে যে মমতার পা ভেঙে গিয়েছিল সেই রিপোর্ট তিনি দেখাতে বলেছেন।
শুভেন্দু অধিকারী আরও বলেন গত তিন দিনে মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর দলের সদস্যরা বুঝে গেছেন মাথা উঁচু করে বাংলার মানুষের সামনে দাঁড়ানোর অধিকার তাঁদের নেই। সেই জন্যই দায় ঝাড়তে শুরু করেছেন। তিবি আকও বলেন, তৃণমূল বোঝাতে চাইছে দুর্ণীতি অন্য কেউ করে থাকলে তার সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই। তিনি মনে করিয়ে দেন ডেলোর বাংলোতে মমতা বন্দ্যোপাধ্য়ায় সাদরা কর্তা সুদীপ্ত সেন আর রোজভ্যালির কর্তা গৌতম কুণ্ডুর সঙ্গে বৈঠক করেছিলেন।
'কে কার বন্ধু আমি জানব কি করে?' , নজরুল মঞ্চের অনুষ্ঠান থেকে পার্থ ইস্যুতে দায় ঝাড়লেন মমতা
অর্পিতার 'জাদুকাঠির ছোঁয়ায়' ভোলবদল মামার বাড়ির, সেখানে গিয়ে পুকুরে ছিপ ফেলে মাছ ধরতেন পার্থ
'আমি ভোগ করার জন্য রাজনীতি করি না নিজের টাকায় খাই', নজরুল মঞ্চের অনুষ্ঠানে বিস্ফোরক মমতা