সংক্ষিপ্ত
- প্রয়াত হলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী কমলেন্দু সান্যাল
- রবিবার ভোরে কৃষ্ণনগরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন
- আজীবন তিনি বামপন্থী সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন
- সিপিএমের পক্ষ থেকে তাঁকে শেষ শ্রদ্ধা জানানো হয়
প্রয়াত হলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী কমলেন্দু সান্যাল। রবিবার ভোরে কৃষ্ণনগরে একটি বেসরকারি নার্সিংহোমে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল পঁচাশি বছর।নদিয়া জেলা জুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
আরও পড়ুন, একদিকে অভিষেক, অন্যদিকে শুভেন্দু, বাংলার ভোট যুদ্ধে আজ মুখোমুখি দুই
আজীবন তিনি বামপন্থী সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী কমলেন্দু সান্যাল। তেহট্ট হাইস্কুলের শিক্ষকতায় সঙ্গে যুক্ত ছিলেন তিনি। অবিবাহিত কমলেন্দু সান্যাল তিন বার বিধায়ক হয়েছিলেন। সিপিএমের পক্ষ থেকে এদিন তাঁকে শেষ শ্রদ্ধা জানান সিপিএম নেতা এসএম সাদি, মৃদুল দে, সুমিত বিশ্বাস সহ অন্যান্য নেতৃবৃন্দ। দলের পক্ষ থেকে প্রবীণ কমিউনিস্ট নেতার মরদেহে মালা পরিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
আরও পড়ুন, 'BJP-র ভয়ে বাংলাকে দেশছাড়া করতে চান', মুখ্যমন্ত্রীকে তোপ দিলীপের
শনিবার রাতে রাজ্যের প্রাক্তন মন্ত্রী কমলেন্দু সান্যাল বার্ধক্যজনিত অসুস্থতার কারণে ওই বেসরকারি নার্সিং হোমে ভর্তি হয়েছিলেন। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই নদিয়া জেলা জুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া।