সংক্ষিপ্ত

  • রবিবার দাঁতনে সভা করবেন শুভেন্দু অধিকারী
  • এটাই শুভেন্দুর প্রথম সভা পশ্চিম মেদিনীপুরে  
  •  ইতিমধ্যেই পড়়ে গিয়েছে পোস্টার-ব্যানার 
  • একইদিনে ডায়মন্ডহারবারে সভা অভিষেকেরও


রবিবার একই দিনে দুই প্রতিপক্ষের সভা বাংলায়। একদিকে রবিবার দাঁতনে সভা করবেন সদ্য বিজেপিতে যোগ দেওয়ার পর শুভেন্দু অধিকারী। অপরদিকে একই দিনে  তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সভাপতি এবং ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার থানার অন্তর্গত কেল্লার মাঠে জনসভা করবেন।

আরও দেখুন, Election Live Update- বছরের শেষ মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মহামারি সংকটের ওপর

 

বিজেপী যোগ দেওয়ার পর একের পর এক নিজের ছেড়ে আসা দলের বিরুদ্ধে তোপ দেগেছেন শুভেন্দু অধিকারী। কাঁথিতে-পূর্বস্থলীতে বিশালকার জনসভার পর রবিবার দাঁতনে শুভেন্দুর জনসভা এবং পদযাত্রা। দল বদলের পর রবিবারই শুভেন্দুর প্রথম সভা পশ্চিম মেদিনীপুরে। শুভেন্দুর সভা উপলক্ষে ইতিমধ্যেই পড়়ে গিয়েছে পোস্টার-ব্যানার। রবিবার দুপুর ২ টোয় দাঁতন পেট্রোল পাম্প থেকে সরাই বাজার পর্যন্ত পদযাত্রা শুরু করবেন তিনি। এরপর দুপুর ৩ টে নাগাত সরাই বাজের শুভেন্দুর সবা করার কথা রয়েছে।

আরও পড়ুন, 'জেড প্লাস' পাচ্ছেন কি সুনীল মন্ডল, কী থাকে দেশের এই সর্বোচ্চ পর্যায়ের নিরাপত্তায়

 

অপরদিকে, রবিবার ডায়মন্ড হারবারে অভিষেকের সভা ঘিরে  সাজোসাজো রব। এই ডায়মন্ড হারবারেই সভা করতে গিয়ে হামলার মুখোমুখি পড়েছিলেন জেপি নাড্ডা। তারপর গঙ্গায় অনেক জল বয়ে গিয়েছে। রাতারাতি স্বরাষ্ট্রমন্ত্রীর দফতর থেকে দায়িত্বে থাকা ডিজি-মুখ্যসচিবকে তলবও করা হয়েছে। এবার তাই সেই বিতর্কিত ডায়মন্ড হারবারে কী বলবেন অভিষেক, অপেক্ষায় বাংলা।