সংক্ষিপ্ত
এক টুইট বার্তায় বিদেশমন্ত্রী ও বিদেশমন্ত্রককে ট্যাগ করে শুভেন্দু লিখেছেন মমতা নিজের সীমা ছাড়িয়ে গিয়েছেন। কেন্দ্রকে টপকে আন্তর্জাতিক ইস্যু নিয়ে কথা বলতে গিয়ে গিয়ে দেশের ভাবমূর্তি নষ্ট করেছেন।
মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর আক্রমণ শানালেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর দাবি রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে মমতার একটি বক্তব্যে লজ্জায় পড়েছে গোটা দেশ। কার্যত আন্তর্জাতিক মঞ্চে মমতার বক্তব্য ভারতের ভাবমূর্তি নিয়ে প্রশ্ন তুলেছে। তবে এই অভিযোগ করেই থেমে থাকেননি বিরোধী দলনেতা। মমতার বক্তব্যের ক্লিপিংস তিনি পাঠিয়েছেন বিদেশমন্ত্রকে।
এক টুইট বার্তায় বিদেশমন্ত্রী ও বিদেশমন্ত্রককে ট্যাগ করে শুভেন্দু লিখেছেন মমতা নিজের সীমা ছাড়িয়ে গিয়েছেন। কেন্দ্রকে টপকে আন্তর্জাতিক ইস্যু নিয়ে কথা বলতে গিয়ে গিয়ে দেশের ভাবমূর্তি নষ্ট করেছেন। তিনি আরও বলেন রাশিয়া ইউক্রেনের যুদ্ধ নিয়ে বিশেষ অবস্থান নিয়েছে ভারত। কোনও ভাবেই যাতে রাশিয়ার সঙ্গে নয়াদিল্লির সম্পর্ক খারাপ না হয়, তার জন্য নিরন্তর চেষ্টা করে চলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অথচ সেই দেশেরই এক মুখ্যমন্ত্রী দেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য যা নয় তাই বলে চলেছেন।
বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে নিজের টুইট বার্তায় ট্যাগ করে শুভেন্দু বলেছেন দেশের বিদেশনীতি ও আন্তর্জাতিক সম্পর্কের কথা ভাবনাচিন্তা না করেই মমতা এত কথা বলছেন।
শুভেন্দুর প্রশ্ন মমতা কি একবারও দেশের কূটনৈতিক অবস্থানের কথা ভাববেন না। তার এই বক্তব্যে যে দেশের বিদেশনীতি ক্ষতিগ্রস্থ হতে পারে, সে সম্পর্কেও ধারণা নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বলে অভিযোগ শুভেন্দুর।