সংক্ষিপ্ত
- জলঙ্গি নদীতে স্নান করতে নেমে তলিয়ে যায় কলেজ ছাত্র
- মাছ ধরার জাল ফেলে উদ্ধার হলেও মৃত্যু হয় তাঁর
- বন্ধুদের চিৎকারে ছুটে আসে আশাপাশের লোকজন
- মৃত কলেজ ছাত্র বিএ প্রথম বর্ষের ছাত্র ছিলেন
মৌলিককান্তি মণ্ডল, নদিয়া: শনিবার দুপুরে চাঞ্চল্যকর ঘটনা নদিয়ার জলঙ্গী নদীতে। বন্ধুদের সঙ্গে স্নান করতে নেমে নদীতে তলিয়ে গেল কলেজ ছাত্র। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে নাকাশিপাড়া থানার রাধানগরে।
জানাগেছে, এদিন দুপুরে বেথুয়াডহরি কলেজের প্রথম বর্ষের ছাত্র রমেন সিংহ বন্ধুদের সঙ্গে নদীতে স্নান করতে গিয়েছিল। রমেন ও তাঁর ৬ জন বন্ধু নাকাশিপাড়ায় জলঙ্গি নদীর রাধানগর ঘাটে স্নান করতে নামে। কিন্তু নদীর ঘাটে আচমকা পা পিছলে পড়ে যায় রমেন। বৃষ্টির জেরে নদীতে জল বেশি থাকায় তলিয়ে যায় সে। ঘটনার পরই তাঁর বন্ধুরা চিৎকার শুরু করলে আশেপাশের লোকজন ছুটে আসে। নদীতে মাছ ধরার জাল ফেলে গুরুতর অবস্থায় রমেনকে উদ্ধার করেন গ্রামবাসীরা। পরে তাঁকে বেথুয়াডহরি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে।
নদী তিরবর্তী বাসিন্দারা জানান, কয়েক দিনের টানা বৃষ্টির কারনে বেড়ে গিয়েছে জলঙ্গি নদীর জল। নদীর অধিকাংশ ঘাট জলমগ্ন থাকায় সেখানে শ্য়াওলা জমে পিচ্ছল হয়েছে। এই অবস্থায় রমেন সেখানে স্নান করতে নামে গভীর জলে তলিয়ে যায়।