সংক্ষিপ্ত
- গত ২ মে শুরু হয়েছিল গরমের ছুটি
- ৩০ মে পর্যন্ত গরমের ছুটি দেওয়া হয়
রাজ্যের সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলির গরমের ছুটির মেয়াদ। আগামী ৮ জুনই ছুটি শেষ হতে পারে।
ফণীর প্রভাব এবং অতিরিক্ত গরমের কথা মাথায় রেখে গত ২ মে থেকে সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে ছুটি ঘোষণা করে রাজ্য সরকার। ৩০ জুন পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়। এত লম্বা গরমের ছুটি নিয়ে বিভিন্ন মহল থেকেই সমালোচনা শুরু হয়। যেখানে জুনের দ্বিতীয় সপ্তাহেই দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকে যায়, সেখানে গরমের দাপটের অজুহাতে প্রায় দু' মাস ছুটি দেওয়ার যুক্তি নিয়ে প্রশ্ন তোলেন অনেকে। প্রশ্ন ওঠে, এত লম্বা ছুটি দিলে সিলেবাস কীভাবে শেষ হবে?
এর পরেই বিষয়টি নিয়ে ভাবনাচিন্তা শুরু করে স্কুল শিক্ষা দফতর। গরমের ছুটি কমানো হতে পারে বলে সোমবারই ইঙ্গিত দিয়েছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এ দিন বিকাশ ভবনে তিনি দফতরের আধিকারিকদের সঙ্গেও বৈঠকও করেন। সেই বৈঠকেই ছুটি কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। ঠিক হয়, আগামী ৮ জুন শেষ হবে গরমের ছুটি। এ দিনই এই নির্দেশিকা-সহ বিজ্ঞপ্তি জারি করবে শিক্ষা দফতর।