সংক্ষিপ্ত

  • মানুষের জন্য কাজ করতে পারছেন না রাজনীতিতে
  • মানুষের জন্য কাজ করতে রাজনীতি ছাড়লেন
  • রাজনীতি ছাড়লেন আসানসোলের বিজেপি নেতা
  • কৃষ্ণপ্রসাদের দাবি তাঁর ব্যবসায় ক্ষতি হতে শুরু করেছে

মানুষের জন্য কাজ করতে এসেছিলেন রাজনীতিতে। কিন্তু মাত্র ছয় মাসের মধ্যেই বুঝে গেলেন সারসত্য। রাজনীতির বাঁক ছেড়ে জীবনের সোজা পথে হেঁটেই মানুষের জন্য কাজ করবেন এবার কৃষ্ণপ্রসাদ। পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের এই বিজেপি নেতা রাজনীতি থেকে সন্ন্যাস নিলেন কার্যত হতাশ হয়েই। বিধানসভা নির্বাচনের ঠিক আগে রাজনীতিতে প্রবেশ তাঁর বিজেপির হাত ধরে। কিন্তু যা ভেবে তিনি রাজনীতি প্রবেশ করেন, তা করতে পারছিলেন না তিনি। 

মানুষের হয়ে কাজ করা প্রায় বন্ধই হয়ে গিয়েছিল তাঁর। তাই ঘরের ছেলে এবার ঘরেই ফিরলেন। কৃষ্ণপ্রসাদ জানান, সমাজসেবা মূলক কাজ তাঁর জীবনের অন্যতম অঙ্গ। কিন্তু রাজনীতিতে যাওয়ার পর সেই কাজ প্রায় বন্ধ হতে বসেছিল। মানুষের সেবা করতে গিয়ে সেখানে রাজনীতির রং লেগে যাওয়া ক্ষতিকারক, ঠিক সেটাই হচ্ছিল। অথচ রাজনীতির মাধ্যমে বেশি মানুষের কাছে পৌঁছতে চেয়েছিলেন তিনি। 

আসানসোলের এই বিজেপি নেতার দাবি, রাজনীতিতে যাওয়ার ফলে তাঁর ব্যবসায় ক্ষতি হতে শুরু করে। গোটা লকডাউনে যেভাবে মানুষের পাশে দাঁড়াতে চেয়েছিলেন তিনি, তা পারেননি বলে আক্ষেপ প্রকাশ করেন কৃষ্ণপ্রসাদ।