সংক্ষিপ্ত
- জাঁকজমকপূর্ণ ভাবে বিবাহবার্ষিকী পালন নয়
- বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে নয়া বার্তা দম্পতির
- সমাজে অক্সিজেনের অভাব পূরণের বার্তা তাঁদের
- প্রত্যেক নাগরিকের কাছে বৃক্ষরোপণের আবেদন
জাঁকজমকপূর্ণ ভাবে বিবাহবার্ষিকী পালনের পরিবর্তে বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে সমাজে অক্সিজেনের অভাব পূরণের বার্তা দিলেন দম্পতি। পরিবেশে অক্সিজেনের ভারসাম্য বজায় রাখতে উত্তর দিনাজপুরের করণদিঘি ব্লকের বাসিন্দা দম্পতি এই অভিনব উদ্যোগ গ্রহণ করলেন।
অতিমারীর প্রভাবে লাগামছাড়া সংক্রমণের জেরে অক্সিজেনের স্বল্পতা নিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাহাকারের চিত্র উঠে এসেছে।
করোনা ভাইরাসের প্রকোপে সমগ্র দেশ জুড়ে অক্সিজেনের অভাবে মারা যাচ্ছেন বহু মানুষ। এই সংকটময় পরিস্থিতিতে জাঁকজমকপূর্ণ ২৩ তম বিবাহবার্ষিকীর অনুষ্ঠান বন্ধ রেখে পরিবেশে অক্সিজেনের অভাব মেটাতে বৃক্ষ চারা রোপন করলেন কাঞ্চন জানা ও সীমা জানা নামে উত্তর দিনাজপুরের করণদিঘি ব্লকের বাসিন্দা দম্পতি।
বিবাহবার্ষিকীর দিন করণদিঘী ব্লকের নাগর, বিলাসপুর, আলতাপুর, টুঙ্গিদিঘী, করণদিঘী, রসাখোয়া সহ বেশ কিছু জায়গায় বিভিন্ন ধরনের গাছ লাগালেন এই দম্পতি। সাথে করোনা ভাইরাস সম্পর্কে সচেতন করেন এলাকার লোকজনদের। পাশাপাশি প্রত্যেককে একটি করে গাছ লাগানোর আবেদন করেন তাঁরা। করণদিঘী বাসী স্বামী কাঞ্চন জানা ও স্ত্রী সীমা জানার এমন উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন এলাকার প্রত্যেক মানুষ।