সংক্ষিপ্ত

  • হুগলির জনপ্রিয় ওয়াটার থিম পার্কে পুলিশের হানা
  • পার্কের মধ্যে দেহ ব্যবসা চালানোর অভিযোগ
  • মালিক ছাড়াও তিরিশজন যুবক- যুবতী গ্রেফতার

জনপ্রিয় ওয়াটার থিম পার্কের মধ্যেই দেহ ব্যবসার রমরমা কারবার। আচমকা হানা দিয়ে ওয়াটার থিম পার্কের আড়ালে বেআইনি কারবারের চক্র ফাঁস করল পুলিশ। শনিবার বিকেলে হুগলি স্টেশনের কাছে একটি ওয়াটার থিম পার্কে পুলিশ হানা দেওয়ার পরেই এই ঘটনা সামনে আসে। 

হুগলি স্টেশনের কাছে ওই ওয়াটার থিম পার্কটি বহু বছর ধরেই চলছিল। যথেষ্ট জনপ্রিয় ছিল সেটি। গোপন সূত্রে পুলিশের কাছে খবর ছিল, ওই পার্কের ভিতরে দেহ ব্যবসা চলে। সেই তথ্যের ভিত্তিতেই এ দিন বিকেলে ওই বিনোদন পার্কে হানা দেয় চন্দননগর পুলিশ কমিশনারেটের একটি দল। এসিপি-১ প্রশান্তচন্দ্র ঢালির নেতৃত্বে এই অভিযান চালানো হয়। 

বেশ কয়েক ঘণ্টা ধরে তল্লাশি চালানোর পরে রাতে তিরিশজন যুবক-যুবতীকে পার্কের ভিতর থেকে গ্রেফতার করে নিয়ে বেরিয়ে আসে পুলিশ। তাদেরকে চুঁচুড়া থানায় নিয়ে যাওয়া হয়। পার্কের ভিতর থেকে বেশ কিছু মদের বোতলও উদ্ধার হয়েছে। 

ওই ওয়াটার থিম পার্কের মালিক অভিজিৎ বিশ্বাসকেও পুলিশ গ্রেফতার করেছে। পার্কের ভিতরের সিসিটিভি ক্যামেরার হার্ড ডিস্কও খুলে নিয়ে যায় পুলিশ। আপাতত ওই পার্ক বন্ধ থাকবে বলে পুলিশ জানিয়েছে।