সংক্ষিপ্ত

কংগ্রেসে যোগ দেওয়ার পর জগদম্বা প্রসাদ গুপ্ত বলেন, "আগে বিজেপিতে ছিলাম পরে তৃণমূলে যোগ দান করেছিলাম। গুরুত্ব দিয়ে কাজ করেছিলাম। কিন্তু, দলের ব্যবহার ভালো লাগেনি। তাই তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিলাম।"

পুরভোটের (WB Municipal Election 2022) আগে জেলায় জেলায় অব্যাহত রয়েছে তৃণমূল (TMC Agitation) কর্মী-সমর্থকদের বিক্ষোভ। কোথাও আবার টিকিট (Party Ticket) না পেয়ে দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন অনেকেই। কেউ কেউ আবার পরিবর্তন করছেন দল। তেমনই তৃণমূলের টিকিট না পেয়ে এবার আর বিজেপিতে (BJP) যোগদান নয়, কংগ্রেসে (Congress) যোগদান করলেন খড়্গপুরের কয়েকজন তৃণমূলের নেতা-নেত্রী। তাঁদের মধ্যে রয়েছেন বিদায়ী কাউন্সিলার থেকে শুরু করে পৌর বোর্ডের ভাইস চেয়ারম্যানও। আজ মেদিনীপুর শহরের জেলা কংগ্রেস কার্যালয়ে কংগ্রেসের পতাকা (Congress Join) হাতে তুলে নেন তাঁরা। আর তাঁদের হাত ধরে কংগ্রেসে যোগ দিয়েছে তাঁদের অনুগামীরা। 

কংগ্রেসে যোগদান

সোমবার এই যোগদান পর্বে কংগ্রেস জেলা সভাপতি সমীর রায় বলেন, "যোগদানকারীরা হলেন তৃণমূলের খড়্গপুরের (Kharagpur) মহিলা সভানেত্রী সুমিতা দাস, খড়গপুর পৌর এলাকার ২১ নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর জগদম্বা প্রসাদ গুপ্ত, ১৫ নম্বর ওয়ার্ডের বিদায়ী তৃণমূলের কাউন্সিলর (TMC Councilor) বনটা মুরালি, খড়গপুর পৌর প্রশাসক বোর্ডের প্রাক্তন ভাইস চেয়ারম্যান শতদল বন্দ্যোপাধ্যায়। এঁরা সবাই তৃণমূলের সক্রিয় কর্মী ছিলেন। দলীয় নেতৃত্বদের পক্ষপাতিত্ব ও দুর্নীতিতে বীতশ্রদ্ধ হয়ে আজ কংগ্রেসে যোগ দিয়েছেন। তাঁদের সঙ্গে তৃণমূলের আরও কয়েকজন কর্মী-সমর্থক রয়েছেন।"

আরও পড়ুন- পুরভোটের টিকিট পাননি, গারুলিয়ায় অর্জুনের উপস্থিতিতে বিজেপিতে যোগ কাউন্সিলরের

কংগ্রেসে যোগ দেওয়ার পর জগদম্বা প্রসাদ গুপ্ত বলেন, "আগে বিজেপিতে ছিলাম পরে তৃণমূলে যোগ দান করেছিলাম। গুরুত্ব দিয়ে কাজ করেছিলাম। কিন্তু, দলের ব্যবহার ভালো লাগেনি। তাই তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিলাম।"

প্রার্থী তালিকা নিয়ে জেলায় জেলায় বিক্ষোভ

উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারি (12 February) রাজ্যের চার পুরনিগমে (Municipal Corporation Election 2022) ভোট হবে। আর সেই ভোট শেষ হতে না হতেই ২৭ ফেব্রুয়ারি ভোট হবে ১০৮টি পুরসভায় (Municipal Election 2022)। ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে তৃণমূলের প্রার্থী (TMC Candidate List) তালিকা। কিন্তু, তালিকা প্রকাশের পরই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকেই কর্মীদের অসন্তোষের ছবি ধরা পড়েছে। প্রায় রোজই রাজ্যে বিভিন্ন প্রান্তেই বিক্ষোভ (Agitation) দেখাচ্ছেন কর্মীরা। 

আরও পড়ুন- 'কেন দেওয়া হল না টিকিট ', তৃণমূলের প্রার্থী তালিকা নিয়ে বিক্ষোভ রাজ্যে

দলের টিকিট না পেয়ে শনিবার গারুলিয়ার ৫ নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর দীপা সিং ও তৃণমূল নেতা রঞ্জিত রায় বিজেপিতে যোগ দেন। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দিয়েছিলেন বিজেপি (BJP) সাংসদ অর্জুন সিং (Arjun Singh)। দীপা, রঞ্জিতরা জানিয়েছিলেন "তৃণমূল দলে থেকে শুধুই বঞ্চনার শিকার হয়েছি। তাই এই সিদ্ধান্ত নিলাম।"

আরও পড়ুন- ময়নাগুড়িতে তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষনা হতেই পদত্যাগ চেয়ারম্যানের

এছাড়া বালুরঘাট পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী বদলের দাবিতে রবিবার রাতে বালুরঘাট শহরের চকভৃগু এলাকায় তপন বালুরঘাট রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় শতাধিক দলীয় কর্মী সমর্থক। রাস্তার উপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় তারা। তাদের দাবি ১৪ নম্বর ওয়ার্ডে ঘোষিত তৃণমূল প্রার্থী অনুজ সরকারকে পাল্টে নতুন প্রার্থী করতে হবে রঞ্জিত সরকারকে। কারণ আপদে-বিপদে সবসময় রঞ্জিতকেই এতদিন কাছে পেয়েছে তারা। তবে শুধুমাত্র বালুরঘাটেই নয়, ব্যারাকপুর, বারাসত, গোবরডাঙা সব প্রান্তেই এই একই ছবি ধরা পড়ছে।