সংক্ষিপ্ত
গারুলিয়ায় ভাঙন দেখা দিল তৃণমূলে। শনিবার সন্ধেতে গারুলিয়ার ৫ নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর দীপা সিং ও তৃণমূল নেতা রঞ্জিত রায় দলবল নিয়ে বিজেপিতে যোগ দেন। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপি সাংসদ অর্জুন সিং।
১২ ফেব্রুয়ারি (12 February) রাজ্যের চার পুরনিগমে (Municipal Corporation Election 2022) ভোট হবে। আর সেই ভোট শেষ হতে না হতেই ২৭ ফেব্রুয়ারি ভোট হবে ১০৮টি পুরসভায় (Municipal Election 2022)। ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে তৃণমূলের প্রার্থী (TMC Candidate List) তালিকা। কিন্তু, তালিকা প্রকাশের পরই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকেই কর্মীদের অসন্তোষের ছবি ধরা পড়েছে। শনিবার রাজ্যে বিভিন্ন প্রান্তেই বিক্ষোভ (Agitation) দেখান কর্মীরা। এমনকী, টিকিট না পেয়ে দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন অনেকেই। গারুলিয়া (Garulia) থেকে গোয়ালতোড়, সব জায়গাতেই এই ক্ষোভের ধারা অব্যাহত ছিল। আর এই পরিস্থিতির মধ্যেই ভাঙন শাসকদলে (TMC)।
বিজেপিতে যোগ কাউন্সিলরের
গারুলিয়ায় ভাঙন দেখা দিল তৃণমূলে। শনিবার সন্ধেতে গারুলিয়ার ৫ নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর দীপা সিং ও তৃণমূল নেতা রঞ্জিত রায় দলবল নিয়ে বিজেপিতে যোগ দেন। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপি (BJP) সাংসদ অর্জুন সিং (Arjun Singh)। দলবদল অনুষ্ঠানে হাজির ছিলেন ব্যারাকপুর জেলার সভাপতি সন্দীপ বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন পুরপ্রধান সুনীল সিং, কুন্দন সিং প্রমুখ। টিকিট না পেয়েই তাঁরা বিজেপিতে যোগ দিয়েছেন বলে জানা গিয়েছে। দীপা, রঞ্জিতদের কথায়, "তৃণমূল দলে থেকে শুধুই বঞ্চনার শিকার হয়েছি। তাই এই সিদ্ধান্ত নিলাম।"
আরও পড়ুন- 'কেন দেওয়া হল না টিকিট ', তৃণমূলের প্রার্থী তালিকা নিয়ে বিক্ষোভ রাজ্যে
অর্জুনের বক্তব্য
আর তাঁদের দলে যোগদান করিয়ে অর্জুন বলেন, "এই তো শুরু হল। দেখতে থাকুন, এরপরে আরও কতজন দল বদলান।" যদিও এই বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ স্থানীয় তৃণমূল নেতৃত্ব। এনিয়ে কর্মীদের মধ্যে ঝামেলা যাতে মিটে যায় তার জন্য শনিবার সকালে দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। পাশাপাশি সুযোগ পেলে বিষয়টি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও জানাবেন বলে জানিয়েছেন তিনি।
আরও পড়ুন- ময়নাগুড়িতে তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষনা হতেই পদত্যাগ চেয়ারম্যানের
উল্লেখ্য, শনিবার সকাল থেকেই তৃণমূলের প্রার্থী তালিকা নিয়ে বিক্ষোভ শুরু রাজ্যের একাধিক জায়গায়। টিকিট কেন দেওয়া হল না, এই দাবি তুলে রাস্তায় গাছের গুঁড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে অবরোধ-বিক্ষোভে নামে তৃণমূল কর্মী-সমর্থকরা। বিক্ষোভ শুরু হয় ব্যারাকপুর শিল্পাঞ্চলে। উত্তর ব্যারাকপুর পৌর সভার ২৩ নম্বর ওয়ার্ডে রবিন ভট্টাচার্যকে তৃণমূলের প্রার্থী করা নিয়ে অসন্তোষ সৃষ্টি হয় তৃণমূলের কর্মীদের মধ্যে। দলীয় কর্মীদের দাবি, ওই ওয়ার্ডে রবিন ভট্টাচার্যের পরিবর্তে প্রাক্তন কাউন্সিলার দেবাশিস দে-কে প্রার্থী করতে হবে। আর এই দাবিতে ঘোষ পাড়া রোড অবরোধ করে তারা। কয়েক দিন আগেই রবিন ভট্টাচার্য বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন। তাই তাঁকে 'বহিরাগত' বলে দীর্ঘক্ষণ অবরোধ করেন তৃণমূল কর্মীরা।
আরও পড়ুন- কর্মী ও সমর্থকদের বিক্ষোভ, ঘোষণা করেও প্রার্থী তালিকায় রদবদল তৃণমূলের
অন্যদিকে, বারাসাত পুরসভার ২নম্বর ওয়ার্ডের প্রার্থী বদল করার দাবিতে শনিবার বারাসত কাজিপাড়ায় টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে কর্মী-সমর্থকা। ঘটনাস্থলে বারাসত থানার পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। এবং অবরোধ তুলে দেয়। গোবরডাঙা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সুভাষ দত্তকে কেন টিকিট দেওয়া হল না, এই দাবি তুলে তৃণমূল কর্মী সমর্থকদের তরফে রাস্তায় গাছের গুঁড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে অবরোধ ও বিক্ষোভ করা হয়।