সংক্ষিপ্ত
পুরভোটে ভোট লুঠের অভিযোগে বিজেপির অবস্থান বিক্ষোভ পুরুলিয়া জেলায়। 'সন্ত্রাসবাদীদের ধন্যবাদ জানান', পুরভোটের ফলপ্রকাশে মমতাকে তোপ বিজেপি নেতার।
'সন্ত্রাসবাদীদের ধন্যবাদ জানান', পুরভোটের ফলপ্রকাশে মমতাকে ((CM Mamata Banerjee) তোপ বিজেপি নেতার (BJP Leader)। পুরভোটে ভোট লুঠের অভিযোগে বিজেপির অবস্থান বিক্ষোভ পুরুলিয়া জেলায়। ১২ ফেব্রুয়ারি রাজ্যের চারটি করপোরেশনের নির্বাচনে ব্যাপক সন্ত্রাস হয়েছে। হয়েছে ভোট লুঠ।এই অভিযোগে সোমবার পুরুলিয়া জেলা বিজেপির পক্ষ থেকে পুরুলিয়া শহরের ট্যাক্সি স্ট্যান্ডে আয়োজিত হয় অবস্থান বিক্ষোভ।
এদিন বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির পুরুলিয়া জেলা সভাপতি বিবেক রাঙ্গা। পুরুলিয়ার সাংসদ তথা রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জ্যোতির্ময় সিং মাহাতো সহ অন্যান্য নেতৃত্ব।জেলা সভাপতি বিবেক রাঙ্গা সাংবাদিকদের জানান, ১২ ফেব্রুয়ারি যে চারটি জায়গায় নির্বাচন হয়ছে,সেখানে নির্বাচন হয়নি গণতন্ত্রের হত্যা হয়েছে।গুন্ডা এবং সন্ত্রাস বাহিনীর মাধ্যমে বিভিন্ন জায়গায় ভোট লুট হয়েছে।বিভিন্ন জায়গায় ভুয়ো ভোটার দেখতে পাওয়া গেছে।আমাদের বহু কর্মী মার খেয়েছে। যার প্রতিবাদেই আজ অবস্থান বিক্ষোভ। এরপর চারটি করপোরেশনর ভোটের ফলাফল নিয়ে তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে জেলা সভাপতি বলেন, 'আজ মুখ্যমন্ত্রীর ভোটের ফলাফলের জন্য জনগণকে ধন্যবাদ জানাচ্ছেন। আজকে মাননীয়া বলছেন বাংলার মানুষকে ধন্যবাদ জানাই।কিন্তু বাংলার জনগণ আপনাকে এই রায় দেয়নি।এই রায় দিয়েছে আপনার সন্ত্রাসবাদীরা।আপনি তাঁদের ধন্যবাদ জানান।'
প্রসঙ্গত, এদিন সকাল থেকেই ভোট গণনা শুরু হতেই চার পুরনিগম ( Bidhannagar Siliguri Asansole and Chandannagar) থেকেই একের পর এক জয়ের খবর আসতে থাকে।চার পুরনিগমের জণগণকে অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী। দিন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্য়োপাধ্যায় টুইট করে জানিয়েছেন, 'আবারও মা-মাটি-মানুষের বিপুল জয়। বিধাননগর, চন্দননগর, আসানসোল, শিলিগুড়ির জণগণকে পুরভোটে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের উপর আস্থা রাখার জন্য আমার আন্তরিক অভিনন্দন জানাই।'বিজেপির পুরুলিয়া জেলা সভাপতি বিবেক রাঙ্গা আরও বলেন, 'জনগণ আপনার কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। অন্যদিকে আগামী ২৭ সে ফেব্রুয়ারির নির্বাচনে পুরুলিয়ার তিনটি পৌরসভায় ভোট লুটের সম্ভাবনা রয়েছে। আসানসোলের মত পুরুলিয়াতেও বাইরের লোক ঢুকিয়ে ভোট করানোর সম্ভাবনা রয়েছে। তাই জেলা প্রশাসনকে পুরো বিষয়টি জানানো হবে', বলে জানান বিজেপির জেলা সভাপতি বিবেক রাঙ্গা।
উল্লেখ্য, শনিবার ভোট শুরুর পর রাজ্যের চার কেন্দ্রের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে অভিযোগ আসতে শুরু করে বিধাননগর ও আসানসোল থেকে।একের পর এক ভুয়ো ভোটারের অভিযোগ আসে বিধাননগরে।সিসিটিভি বন্ধ করে জাল ভোট দেওয়ার অভিযোগ ওঠে। দিও 'রাজ্যের চার পুরনিগমের ভোটে কোনও হিংসা- রক্তপাতের ঘটনা ঘটেনি', জানিয়েছে রাজ্য নির্বাচন কমিশন।