আগামী ২৪ ঘন্টায় কেমন থাকবে কলকাতার আকাশ কোন পথে এগোবে ফণী সময় বাড়ার সঙ্গে সঙ্গে কতটা কমবে হাওয়ার বেগ, জানালো আলিপুর আবহাওয়া দপ্তর

সারা সকাল তাণ্ডবের পর শুক্রবার দুপুরে খানিক আয়ত্বে এলো ওড়িশার পরিস্থিতি। ফণীর গতিপথঃ বঙ্গোপোসাগরের বুকে সৃষ্ট ঘূর্ণিঝড় ফণী ওড়িশা উপকূলে ঢোকে এদিন সকাল ৮.৩০টা নাগাদ। টানা তিন ঘন্টা পুরী ও চাঁদমারী এলাকার উপর দিয়ে বয়ে চলে এই ঝড়। যার গতিবেগ ঘন্টায় ছিল সর্বনিম্ন ১৭০ কিলোমিটার এবং সর্বচ্চ ২১০ কিলোমিটার। এরপর উত্তরপূর্ব দিক ধরে ক্রমেই এই ঝড় এগিয়ে চলেছে দীঘা মন্দারমনি এলাকায়। ইতিমধ্যে ঝোড়ো হাওয়া বইছে এই সকল অঞ্চলে। বর্তমানে ফণী কলকাতা থেকে ৩৪০ কিলোমিটার দুরে অবস্থান করছে। মধ্যরাতে কলকাতার ওপর দিয়ে বয়ে বইবে এই ঝড়। গতিবেগ থাকবে ৭০ থেকে ১০০ কিলোমিটার। আগামীকাল বিকেলে বাংলাদেশে পারি দেবে ফণী। তখন ফণীর গতিবেগ থাকবে ঘন্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার।

রাজ্যের আবহাওয়া এক নজরেঃ

  • রাজ্যেবিক্ষিপ্তবৃষ্টিপাতশুরুহয়েছেসকালথেকেই
  • হালকামাঝারিপরিমাণেরবৃষ্টিহচ্ছেরাজ্যেরমোট১১টিএলাকায়। শুক্রবার ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হবে বেশ কয়েটি জায়গায়।
  • পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, মুর্শিদাবাদ, নদীয়াপ্রভৃতিঅঞ্চলেভারীবৃষ্টিপাতেরসম্ভাবনারকথাজানিয়েছে আবহাওয়া দপ্তর।
  • আগামীকালওআকাশেরপরিস্থিতিথাকবেএকইরকমকলকাতায়ভারীবৃষ্টিপাতেরসম্ভাবনারয়েছেসঙ্গে হাওয়ার গতিও থাকবে স্বাভাবিকের থেকে বেশি।
  • শুক্রবারসন্ধে থেকেই ৪০ থেক ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে বেশকিছু এলাকায়।
  • রাতবাড়ার সঙ্গে সঙ্গে কলকাতায় বৃদ্ধিপাতে হাওয়ার গতি।
  • সমুদ্রনদীউপকূলবর্তীএলাকায়সতর্কতাজারিকরাহয়েছেশনিবার বিকেল পর্যন্ত নদী বা সমুদ্রের পার থেকে স্বাভাবিক দুরত্ব বজায় রাখার কথাও জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে।