সংক্ষিপ্ত

বৃহস্পতিবারেও অস্বস্তি কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। গরম আর আদ্রতা থেকে মেলেনি মুক্তি। আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় হালকা মাঝারি বৃষ্টি হবে।তবে কী খবর কলকাতা-সহ দক্ষিণবঙ্গে।  

বৃহস্পতিবারেও অস্বস্তি কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। গরম আর আদ্রতা থেকে মেলেনি মুক্তি। আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় হালকা মাঝারি বৃষ্টি হবে।তবে ততটা সুযোগ নেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে গরম ও আদ্রতা জনিত অস্বস্তি বজায় থাকবে। তবে দক্ষিণবঙ্গের ৫ জেলায় দু এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে কলকাতায় অস্বস্তি বজায় থাকবে। তবে বর্ষা প্রবেশ করলে অনেকটাই পরিস্থিতি বদলাতে পারে।

আবহাওয়া দপ্তরের উপ মহানির্দেশক সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলা দার্জিলিং, কালিম্পং ,জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ,কোচবিহারের হালকা- মাঝারি বৃষ্টি। ২৪ ঘন্টা পর থেকে আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টি। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে গরম ও আদ্রতা জনিত অস্বস্তি বজায় থাকবে। আগামী ২৪ ঘন্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ,পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুরের হালকা বৃষ্টি। কলকাতায় অস্বস্তি বজায় থাকবে গরম থাকবে।বর্ষা থমকে রয়েছে। কোনো অগ্রগতি হয়নি। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আগামী চার দিনের বর্ষার প্রবেশের সম্ভাবনা নেই।

 আরও পড়ুন, মাদলের তালে তালে মমতা, আদিবাসীদের গণবিবাহ অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী

স্বাভাবিকভাবেই গত কয়েকদিনের হাঁসফাঁস গরমে অতিষ্ঠ শহরবাসী।  স্বস্তি পেতে চাইছে কলকাতা-দক্ষিনবঙ্গ। হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে নির্ধারিত সময়ের ৪ দিন আগেই বর্ষা ঢুকছে উত্তরবঙ্গে। বর্ষার প্রভাবে আগামী ৫ দিন প্রবল বর্ষণ উত্তরবঙ্গের প্রায় সব জেলাগুলিতেই। আবহাওয়া দফতর জানিয়েছে, মৌসুমি বায়ুর প্রভাবে ভারতের সব রাজ্যগুলিতেই বর্ষার সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গে এলেও দক্ষিণবঙ্গে এখনও অবধি বর্ষার পূর্বাভাস নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। হাওয়া অফিস জানিয়েছে, উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা কোচবিহার ও আলিপুরদুয়ারে। তবে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমলেও হালকা সম্ভাবনা দক্ষিণবঙ্গের কিছু জেলায়। 

 আরও পড়ুন, ধর্মতলার ম্যানহোল থেকে মিলল গুজরাটি দম্পতির ফোন, ভবানীপুর জোড়া খুনে চাঞ্চল্যকর তথ্য

  এদিকে ভোর থেকেই শহরের আকাশের মুখ ভার। আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে। তবে আদ্রতা জনিত তাপ অত সহজে যাবে না। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে,  কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস আরও জানিয়েছে, দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বেঙ্গালুরু থেকে শিলিগুড়ির উপর দিয়ে বিস্তৃত ছিল। ২ দিনে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু মধ্য ও উত্তর বঙ্গোপসাগরের বাকি অংশ এবং উত্তর সিকিমের বাকি অংশে ঢুকে পড়বে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের। যদিও দেশের একাধিক রাজ্যে এখনও পুরোপুরি স্বস্তি নেই । দেশের রাজধানী দিল্লি -সহ বেশ কিছু রাজ্য়ে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। 

 আরও পড়ুন, নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যে ভারতের ৪ রাজ্যে আত্মঘাতী হামলার হুমকি আলকায়দার, প্রতিবাদে ১৫ টি দেশ